এবার বাথরুমের দরজাও চুরি হলো রংপুর মেডিকেলে

সরকারি হাসপাতাল থেকে ওষুধ চুরির কথা শোনা যায়। তবে এবার বাথরুমের দরজা চুরির ঘটনাও ঘটেছে। গত ১১ মার্চ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ নং (নেফ্রোলজি) ওয়ার্ডের বাথরুম থেকে ৬টি দরজা চুরি হয়েছে।
এ ঘটনায় হাসপাতালের নার্স, ওয়ার্ডবয়, পরিচ্ছন্নতা কর্মীসহ ১৩ জনকে কারণ দর্শানো ও নিজ খরচে দরজা প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২৫ মার্চ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালকের (প্রশাসক) জারি করা এক নোটিশে বলা হয়, হাসপাতালে নার্স, ওয়ার্ডবয়, আয়া, পরিচ্ছন্নতা কর্মীসহ সংশ্লিষ্টদের কর্তব্যকালীন সময়ে এভাবে দরজার কবজি খুলে পুরো দরজা চুরি করে নিচে যাওয়ার বিষয়টি অভূতপূর্ব, অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং যোগসাজশসহ কর্তব্যে চরম অবহেলার প্রমাণ বহন করে।
এতে আরো বলা হয়, "চুরি যাওয়া দরজাগুলো আপনাদের নিজ খরচে প্রতিস্থাপন করার জন্য নির্দেশ দেয়া হলো এবং একইসাথে কর্তব্যে অবহেলার কারণে কেন আপনাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না – আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে তার লিখিত জবাব দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।"