বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কলাসটিকায় বিজয় দিবস উদযাপন

বিজয় মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসটিকার বিভিন্ন শাখায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণ করার পাশাপাশি মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবলি শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়।
স্কলাসটিকা মিরপুর সিনিয়ার শাখায় শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা সমবেত নৃত্য, আবৃত্তি, গান ও একাঙ্কিকা পরিবেশন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন শাখা প্রধান অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার। পরে 'শুভ জন্মদিন বাংলাদেশ' শিরোনামের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখায় বৃহস্পতিবার আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযাগিতার পুরষ্কার বিতরণীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক রোকেয়া সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন স্কলাসটিকার অধ্যক্ষ ফারাহ্ সোফিয়া আহমেদ এবং শিক্ষা কার্যক্রমের প্রধান সাবিনা মুস্তফা।
উত্তরা জুনিয়র শাখায় বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে স্কুল প্রাঙ্গণে 'বিজয় মেলা'র আয়োজন করা হয়। এতে বিভিন্ন রকম দেশীয় পণ্য, খেলনা ও সাজসজ্জার সামগ্রীর স্টল বসে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সবুর। অনুষ্ঠানে বক্তৃতা রাখেন স্কুলের শাখা প্রধান সাজিয়া ইয়াসমিন।
স্কলাসটিকা ধানমন্ডি শাখার 'একটি স্বপ্ন একটি দেশ আমার বাংলাদেশ' শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর প্রতীক মোহাম্মদ হাবিবুল আলম। এছাড়াও এ শাখায় বিজয় মেলার আয়োজন করা হয়।
স্কলাসটিকা গুলশান জুনিয়ার শাখায়ও অনুরূপ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করা হয়।