টিকটকের দ. এশিয়ার পাবলিক পলিসি প্রধান বাংলাদেশি ফেরদৌস মোত্তাকিন

টিকটকের দক্ষিণ এশিয়ার গভমেন্ট রিলেশন অ্যান্ড পাবলিক পলিসি প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি তথ্য প্রযুক্তি প্রকৌশলী এবং পাবলিক পলিসি বিশেষজ্ঞ ফেরদৌস মোত্তাকিন।
এ বছরের জানুয়ারি থেকে টিকটকের বাংলাদেশ বিষয়ক গভমেন্ট অ্যান্ড পাবলিক রিলেশন ম্যানেজার ছিলেন তিনি, গত মে মাসে তার পদোন্নতি হয়।
তিনি বাংলাদেশ বিষয়ক গভমেন্ট অ্যান্ড পাবলিক রিলেশন ম্যানেজার থাকাকালীন বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ায় প্ল্যাটফর্ম থেকে টিকটকের আপত্তিকর ভিডিও অপসারণের ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে।
কানাডার সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি নেন তিনি।
কর্মজীবনে টানা দশ বছর তিনি মোবাইল টেলিযোগাযোগ খাতের অপারেটর ও অন্যান্য সেবাদাতদা প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক সংগঠন জিএসএমএর বিভিন্ন পদে কাজ করেছেন।
এর আগে এশিয়ার বৃহত্তম টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশের হেড রেগুলেটরি অ্যাফেয়ার্স হিসেবে কাজ করতেন।
এছাড়াও, চীনা আইটি কোম্পানি হুয়াওয়েতে পিএমও প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন তিনি।