রুটিন চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

নিয়মিত শারীরিক পরীক্ষানিরীক্ষার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ সোমবার আবারো হাসপাতালে নেওয়া হবে।
বিকেল ৩টার পর তাকে গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
বিএনপি নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হবে।
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।
গত বছরের ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ে। এই সমস্যার কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণে ভোগেন তিনি। ৮১ দিন হাসপাতালে থাকার পর চলতি বছরের ১ ফেব্রুয়ারি তিনি বাড়ি ফিরে আসেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেয় নিম্ন আদালত। সেসময় তাকে পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে, একই বছর আরেকটি দুর্নীতির মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে, ২০২০ সালের ২৫ মার্চ সরকার তার জেল সাজা স্থগিত করে একটি নির্বাহী আদেশের মাধ্যমে সাময়িকভাবে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেয়। সরকারের দেওয়া শর্ত অনুযায়ী, দেশ ছাড়তে পারবেন না খালেদা জিয়া; গুলশানে নিজ বাড়িতে থাকতে হবে তাকে।