২৪ ঘণ্টায় কোভিডে আরও ৩ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর আজ শুক্রবার (৫ নভেম্বর) সকাল আটটা নাগাদ গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের কোভিড-১৯ জনিত মৃত্যুর কথা জানিয়েছে। এসময়ে সার্স কোভ-২ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১৯৬ জন।
পরীক্ষার বিপরীতে পজিটিভ শনাক্তের হার ১.১২ শতাংশ। এদিন দেশজুড়ে মোট ১৭ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এর আগের দিন দেশে ৭ জনের মৃত্যুসহ ২৪৭ জনকে শনাক্ত করার কথা জানায় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
মহামারি শুরুর পর থেকে সব মিলিয়ে শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে, আর মৃত্যু সংখ্যা ২৭ হাজার ৮৯০ জনে।
নিহতদের মধ্যে চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে একজন করে মারা গেছেন।
এছাড়া, গত ১৪ ঘণ্টায় ১৭৮ জন রোগীকে কোভিড মুক্ত ঘোষণা করা হয়েছে।