হেফাজতকে অর্থদাতা ৩১৩ ব্যক্তি শনাক্ত: ডিবি

হেফাজতে ইসলামকে অর্থায়নকারী ৩১৩ ব্যক্তিকে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এছাড়াও, আবিষ্কার হয় সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুল হকের ব্যাংক হিসাবে ৬ কোটি টাকা লেনদেনের তথ্য।
আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব বিষয় নিশ্চিত করেন।
ডিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার বলেন, গতবছর মামুনুল হক, জুনায়েদ আল হাবিব-সহ কয়েকজন হেফাজত নেতা সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর মেয়ের বিয়ে উপলক্ষে একত্রিত হয়ে তৎকালীন আমির শাহ আহমেদ শফীকে সরানোর পরিকল্পনা করেন।
ইতঃপূর্বে হেফাজত কর্মী ও সমর্থকেরা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা সরকারি, বেসরকারি অনেক স্থাপনায় হামলা করে ভাংচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তিন দিনের সংঘাতে এসময় মোট ১১ জনের মৃত্যু হয়।
এরপর মোট ৪১৪ হেফাজত নেতা-কর্মীর নাম উল্লেখপূর্বক ৫৫টি মামলা করা হয়, সেখানে অজ্ঞাতনামা আরও ৩৫ হাজার জনকে আসামী করা হয়। গত সোমবার (২৬ এপ্রিল) নাগাদ মোট ৩৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।