হাইকোর্টে ভার্চুয়াল বেঞ্চ বাড়ানোর সিদ্ধান্ত

আগামী সপ্তাহ থেকে হাইকোর্টের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ গঠন করে এবং বেঞ্চের পরিমাণ বাড়িয়ে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা (প্রধান বিচারপতির সভাপতিত্বে সকল বিচারপতির সভা)।
বুধবার (০৮ জুলাই) বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সব বিচারপতির অংশগ্রহণে ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় করোনা পরিস্থিতি বিবেচনা করে ভার্চুয়ালি আদালত পরিচালনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে বাই-রোটেশন সব বিচারপতিকে কোর্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়।
লজিস্টিক সাপোর্ট সাপেক্ষে হাইকোর্টের আরও বেঞ্চ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বৈঠকের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।
তবে দেশে স্বাভাবিক বিচার ব্যবস্থা চালুর বিষয়ে একমত হতে পারেননি সুপ্রিম কোর্টের বিচারপতিরা।
এখন হাইকোর্টের ১৫ টি একক ভার্চুয়াল বেঞ্চ পরিচালিত হচ্ছে।এছাড়াও আপিল বিভাগের একটি ভার্চুয়াল চেম্বার আদালত চলছে।