স্ত্রীর মৃত্যুর সাতদিন পর কোভিড-১৯ এ মারা গেলেন বিমানের সাবেক ক্যাপ্টেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পাইলট আলী আশরাফ খান গতকাল মঙ্গলবার কোভিড-১৯'এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
করোনায় স্ত্রীর মৃত্যুর সাতদিন পর আজ রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ক্যাপ্টেন আলী আশরাফ মঙ্গলবার রাত ১২টায় মারা গেছেন, বলে নিশ্চিত করেন তার সাবেক সহকর্মী ক্যাপ্টেন মাজেদ মিয়াহ।
প্রাক্তন সহকর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন আশরাফ। এর মধ্যেই কয়েকদিন আগে হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
৩৫ বছরের চাকরি জীবনে আলী আশরাফ বিমানের পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন। সাতদিন আগে প্রথম করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আশরাফের স্ত্রী।