সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা আসছে আগের চেয়ে কম দামে

চীনা কোম্পানি সিনোফার্ম থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার অনুমোদন কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার অনুষ্ঠিত ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির প্রধান ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি জানান, এসব টিকা আগের চুক্তি মূল্যের চেয়ে কম দামে কেনা হচ্ছে। আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ সকল ধরনের প্রক্রিয়া অনুসরণ করে টিকা কেনা হচ্ছে।
কত দামে কেনা হচ্ছে বা কবে নাগাদ এসব টিকা দেশে পৌছাবে জানতে চাইলে মন্তব্য করতে রাজী হননি অর্থমন্ত্রী।
'কিছু কেনাকাটা থাকে সিলেক্টিভ। রাষ্ট্রীয় স্বার্থে এসব বিষয়ে বিস্তারিত জানানোর সুযোগ থাকে না। আর কবে নাগাদ দেশে টিকা পৌছাবে তা স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে'- যোগ করেন তিনি।
গত ২৭ মে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিনোফার্ম থেকে এই দেড় কোটি ডোজ টিকা কেনার নীতিগত অনুমোদন দেয়।
ওইদিন সভা পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানান, প্রতি ডোজ টিকা ১০ ডলারে কেনা হবে। কিন্তু চীনের সাথে টিকা চুক্তির শর্ত ছিল দাম প্রকাশ করা যাবে না।
দাম প্রকাশিত হওয়ায় বাংলাদেশ ও চীন সরকার এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। বাংলাদেশের জন্য ধার্য করা দাম নিয়ে আপত্তি জানিয়েছে শ্রীলঙ্কা। কারণ, তারা চীনের কাছ থেকে টিকা কিনছে ১৫ ডলারে।