রূপপুর প্রকল্পে কোয়ারেন্টিনে থাকা বেলারুশ নাগরিকের মৃত্যু

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কাজ করতে এসে ইউসুফা তিমুর (৪২) নামে এক বেলারুশ নাগরিক হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা গেছেন।
তিনি রূপপুর প্রকল্পের কাজে যোগ দিতে গত ১৬ জুলাই রাশিয়া থেকে বাংলাদেশে আসেন। ঈশ্বরদীতে আসার পর থেকেই তিনি রূপপুর প্রকল্পের আবাসন অংশ গ্রিন সিটির ২০৮ নম্বর কক্ষে হোম কোয়ারেন্টিনে ছিলেন। মূলত বিদেশ থেকে আসার কারণেই থাকে হোম কোয়ারেন্টিনে থাকতে হয়।
রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুর থেকে ওই রুমে কোনো সাড়া-শব্দ না পেয়ে পাশের কক্ষে থাকা অন্যদের সন্দেহ হয়। এক পর্যায়ে বিকেল ৫ টার দিকে ইউসুফা তিমুর কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা প্রকল্পের কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
রূপপুর প্রকল্পের রাশিয়ান মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্ট (এসিই) এর চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, ঘুমের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি শেখ নাসীর উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।