রূপগঞ্জ অগ্নিকাণ্ড: এখন পর্যন্ত মামলা দায়ের করেনি পুলিশ

নারায়ণগঞ্জ রূপগঞ্জের জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কোন মামলা দায়ের করেনি।
তবে পুলিশ সূত্রের দাবি, অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মানুষ নিহতের মামলা প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জের সহকারী সার্কেল পুলিশ সুপার মো. আবির হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এতগুলো মানুষের প্রাণহানির জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে শীঘ্রই মামলা দায়ের করা হবে।
গত বৃহস্পতিবার বিকেল ৫টায় ছয়তলা সেজান জুস ফ্যাক্টরিতে যখন আগুন লাগে তখন সেখানে ৫০ জনের বেশি শ্রমিক আটকা পড়েন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা অধিদফতর এই ঘটনা তদন্তের জন্য চারটি তদন্ত কমিটি গঠন করেছে।