বাংলাদেশে করোনা শনাক্তের প্রকৃত সংখ্যা বর্তমানের প্রায় ৮ গুণ!
বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ ই মার্চ। প্রথম অফিসিয়াল মৃত্যু ঘোষণা করার পর থেকে গত ৯ ই জুন দ্বাদশ সপ্তাহ পূর্ণ হলো এদেশে কোভিড শনাক্তের।
১২তম সপ্তাহে মোট ২৬৬ জন মারা গেছেন এই সংক্রামক রোগে। এবং পরিসংখ্যান বলছে বাংলাদেশে করোনা সংক্রমণ আর মৃত্যুর হার ক্রমেই বাড়ছে। কিন্তু পর্যাপ্ত নমুনা পরীক্ষা হচ্ছে না বলে শনাক্তের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না।
বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ইম্পেরিয়াল কলেজের মডেলিং প্রতিবেদন বলছে, ৯ মে থেকে ৬ জুন পর্যন্ত ২৮ দিনে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা অনুমান করা হচ্ছে ৩ লাখ ৭৩ হাজার ৭০৭ জন।
অথচ এই সময়ের মধ্যে দেশে ৪৭ হাজার ২৫৭ জন শনাক্ত হয়েছে বলে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়।
ইম্পেরিয়াল কলেজ মডেলিংয়ের এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, উল্লিখিত সময়ে যে পরিমাণ শনাক্তের হার দেখানো হয়েছে, বাস্তবে তা এর প্রায় ৮ গুণ!
সরকারি তথ্যের বাইরে মৃতের সংখ্যা ধরলে এই সংখ্যা আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে।
আবার পরিসংখ্যান বলছে, গড়ে প্রতি ১০০ জন সংক্রমিত লোকের মধ্যে ১ জন মারা যান। অর্থাৎ ৯ মে থেকে ৬ জুনের মধ্যে এই ২৮ দিনে যে ৩ লাখ ৭৩ হাজার ৭০৭ জন আক্রান্ত হওয়ার কথা অনুমান করা হচ্ছে, তাদের মধ্যে প্রায় ৩ হাজার ৭৩৭ জন মারা যাওয়ার কথা। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৮৬ জনের মতো।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হচ্ছে তাতে এই পরিসংখ্যান প্রতিফলিত হচ্ছে না। পর্যাপ্ত নমুনা পরীক্ষা করা হচ্ছে না বলেই হয়তো সঠিক সংখ্যা জানা যাচ্ছে না। অথবা ইম্পেরিয়াল কলেজের এই মডেলিংএ হয়তো কোন ভুল আছে।
