বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে আম্পান

সাতক্ষীরার উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় আম্পান।
বুধবার বেলা ৪টা থেকে সাতক্ষীরা উপকূলে ঘূর্ণিঝড়টি তাণ্ডব শুরু করে। এভাবে চলবে রাত ৮টা পর্যন্ত। এ তথ্য জানান সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী।
তিনি বলেন, 'রাত ৮টার দিকে ঝড়টির মূল আঘাত পড়বে উপকূলে। ধীরে ধীরে ঝড়ের মাত্রা আরও বাড়বে।'
এদিকে, উপকূলীয় এলাকাসহ জেলায় ঝড় শুরু হয়েছে। ঝড়ের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে।
সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী বলেন, 'ঘূর্ণিঝড় আম্পান উপকূলীয় এলাকায় ঢুকে পড়েছে। এখন উপকূল অতিক্রম করছে।'
এখনও কোথাও ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, 'উপকূলীয় এলাকার এক লাখ ৪০ হাজার বাসিন্দাকে আমরা নিরাপদ আশ্রয়ে সড়িয়ে নিয়েছি।'
এদিকে, খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে ঘূর্ণিঝড় আম্পানের অগ্রভাগ সুন্দরবন সংলগ্ন কয়রা ও সাতক্ষীরার শ্যামনগরে আঘাত হেনেছে। ওই এলাকায় বর্তমানে বাতাসের গতিবেগ ৬০-৭০ কিলোমিটার।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, খুলনার উপকূলীয় এলাকার ২ লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তবে, সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাননি তিনি।
এর আগে, বুধবার সকাল ৬টায় মোংলা ও পায়রাসমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর,বরগুনাসহ উপকূলীয় জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে। বুধবার সারা রাত ধরে আম্পান সুন্দরবন উপকূল অতিক্রম করবে।