দুর্যোগ পরিস্থিতি সবসময় পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী

সুপার সাইক্লোন 'আম্পান' সৃষ্ট সর্বশেষ দুর্যোগ পরিস্থিতি সর্বক্ষণ মনিটরিং করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঝুঁকিপূর্ণ উপকূলবর্তী এলাকা থেকে ইতোমধ্যে প্রায় ৩ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সবাইকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ আগেই দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার রাতে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষণ দুর্যোগ পরিস্থিতি মনিটরিং করছেন।'
তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে উপকূলীয় এলাকাগুলো থেকে ৩ লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।'
মঙ্গলবার রাতের মধ্যেই সবাইকে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, ঘূর্ণিঝড় আম্পানের কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।