নিজেকে ফের বিশ্বের সেরা অর্থমন্ত্রী দাবি মুস্তফা কামালের

বিরোধী দলের সাংসদদের সমালোচনা করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, তারা সরকারের ভালো কাজগুলো পছন্দ করেন না। তিনি (মুস্তফা কামাল) যে বিশ্বের সেরা অর্থমন্ত্রী, এটা তারা একবারও বলেননি।
বৃহস্পতিবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী এ মন্তব্য করেন। ব্রিফিংয়ের বিষয় ছিল সহজে ব্যবসা করার সূচক।
এতে জাতীয় সংসদে বিরোধী দলের সাংসদদের প্রসঙ্গ টেনে আনেন মন্ত্রী। তিনি বলেন, "আমাদের ভালো কাজগুলো তারা পছন্দ করেন না। সংসদে গতকাল তারা যেভাবে কথা বলেছেন, এগুলো গণতান্ত্রিক ভাষা না।"
ওই সময় সংসদে মেজাজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কথা জানিয়ে মুস্তফা কামাল বলেন, "আমি কখনোই তা হারাই না। গতকাল সামান্য সময়ের জন্য তা হারিয়েছিলাম। আমি যে সারা বিশ্বের অর্থমন্ত্রীদের সেরা, এটা তারা একবারও বলেননি।"
গতকালও বিরোধীদের একই ধরনের জবাব দিয়েছিলেন মন্ত্রী। এদিন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, ''অর্থমন্ত্রী ব্যবসায়ী হলে যা হয়, তাই হয়েছে। বাজেট করার সময় চিন্তা করে নাই, রাজস্ব ঘাটতি সম্পর্কে চিন্তা করে নাই। ৩৫ হাজার কোটি টাকার ঘাটতি।"
বিএনপির সাংসদ রুমিন ফারহানাও অর্থমন্ত্রীর সমালোচনা করেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, ''একবার চিন্তা করে দেখেন। সাইফুর রহমান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। আমিও তাই। আমি সারা বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী।"
একই দিনে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) শাখা ব্যবস্থাপকদের সম্মেলনে অর্থমন্ত্রী ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ দেন।
মন্ত্রী বলেন, ''খেলাপি ঋণের জন্য সংসদে আমাকে অনেক কথা শুনতে হয়েছে আপনাদের জন্য। আমি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেছি। কিন্তু খেলাপি হইনি।"
তিনি আরও বলেন, "আপনারা লোন দিচ্ছেন, খেলাপি হচ্ছে। আর খেলাপি হওয়ার কারণে সংসদে গালি শুনতে হয় আমাকে।"