জীবন বাঁচাতে অক্সিজেন নিয়ে ছুটছে ‘কানেক্ট দ্য ডটস’
চট্টগ্রামে বিনামূল্যে মানুষের কাছে অক্সিজেন পৌছে দেয়ার উদ্যোগ নিয়েছে দাতব্য সংগঠন 'কানেক্ট দ্য ডটস।' ২০টি সিলিন্ডার নিয়ে সংগঠনটি অক্সিজেন সরবরাহ করছে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের।
করোনা রোগী বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে অক্সিজেন সংকট প্রকট আকার ধারণ করে । হুহু করে বাড়তে থাকে দাম। এর মাঝে অনেক রোগীর অক্সিজেনের অভাবে শ্বাস নেয়া কঠিন হয়ে দাঁড়ায় । তখনই বিনামূল্যে অক্সিজেন সরবরাহ শুরু করে সংগঠনটি।
২৫ বছর বয়সী করোনা আক্রান্ত তরুণ রিয়াদ বলেন, গত সপ্তাহে হঠাৎ করেই শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছিল। দমবন্ধ -দমবন্ধ লাগছিল । সাথে সাথে 'কানেক্ট দ্য ডটসে'র প্রতিষ্ঠাতা, বড় ভাইকে ফোন করি। তিনি তাদের একজন স্বেচ্ছাসেবক সাব্বিরকে দিয়ে রাত সাড়ে ১১টায় আমার বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌছে দেন। চার পাঁচদিন পর সুস্থ হয়ে সেই সিলিন্ডার ফেরত পাঠাই। আল্লাহর অশেষ রহমতে এখন শ্বাস নিতে পারছি।
কানেক্ট দ্যা ডটস'র স্বেচ্ছাসেবক রিফাত বলেন, এ পর্যন্ত আমরা ১৬ জন রোগীকে সহায়তা করেছি । এদের একজন শেষমেশ মারা গেছেন। তবে শান্তনা এতটুকু যে শেষপর্যন্ত অক্সিজেন পেয়েছেন তিনি।
কানেক্ট দ্য ডটসের সহ-উদ্যোক্তা রোকসানা শাহরিয়ার বলেন, জন্ম-মৃত্যু সব উপরওয়ালার হাতে। আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে চেষ্টা করছি। ২০ টি সিলিন্ডার তৈরী আছে। আর কয়েকদিনের মধ্যেই যোগ হবে ৪ থেকে ৫ টি অক্সিজেন কনসেনট্রেটর বা খালি সিলিন্ডারে অক্সিজেন ভরার যন্ত্র।
তিনি বলেন, আমারা একটি তালিকা বজায় রেখে কাজ করছি। সিলিন্ডার কার কাছে যাচ্ছে, কবে ফেরত আসছে সব লিপিবদ্ধ হচ্ছে এবং পরবর্তীতে ভর্তি করে সেটা আবার নতুন রোগীকে পৌছে দেয়া হচ্ছে। এই সেবা দেয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। শুধু রোগীর পক্ষে নিশ্চয়তাদানকারী একজনের আইডি কার্ডের ফটোকপি সংরক্ষণ করা হচ্ছে ।
