জাতীয় সংসদে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বিল পাস

তিনটি বিল পাসের মাধ্যমে জাতীয় সংসদে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়।
রোববার একাদশ জাতীয় সংসদের ১১তম অধিবেশনে তিনটি বিল পাস হয়। এখন রাষ্ট্রপতির কাছে বিলগুলো অনুমোদনের জন্য পাঠানো হবে। রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই ফলাফল প্রকাশিত হবে।
গত বছর কোভিড-১৯ মহামারীর কারণে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা না হওয়ায় ফলাফল সম্পর্কিত এ সংশোধনীর প্রয়োজন ছিল।
এর আগে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা পর্যালোচনার পর বিলগুলো পাসের সম্মতি দেন। শিক্ষামন্ত্রী দীপু মনি সংসদে বিল তিনটি উত্থাপন করেন।
বিলগুলো হলো- 'মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (সংশোধন) বিল -২০২১', 'বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১' এবং 'বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১'।
মার্চে করোনাভাইরাস মহামারীর কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। একারণেই পরীক্ষা নেয়া ছাড়াই ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়।
বিদ্যমান আইনে পরীক্ষা নেয়া ছাড়া ফলাফল প্রকাশের নিয়ম না থাকায় সম্পর্কিত আইন সংশোধনীর প্রয়োজন পড়ে। গত সপ্তাহেই মন্ত্রীসভায় সম্পর্কিত আইন সংশোধনীর সম্মতি দেয়া হয়।