চট্টগ্রামে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান থেকে ৮ কোটি টাকা জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় রূপসা মাল্টিপারপাস নামে একটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান থেকে প্রায় ৮ কোটি টাকা জব্দ করেছে পুলিশ।
প্রতারণার অভিযোগে এসব টাকা জব্দ করা হয় বলে জানিয়েছেন ইপিজেড থানার ওসি মীর মোহাম্মদ নুরুল হুদা।
এসব টাকা পোশাক কারখানার শ্রমিকদের বলে ওসি জানিয়েছন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম ও ইপিজেড থানা পুলিশ মঙ্গলবার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়।
ওসি মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে রূপসা মাল্টিপারপাসে অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে বিপুল নগদ টাকার সন্ধান পাওয়া গেছে। কাগজপত্র যাচাই-বাছাই চলছে।
এদিকে, অভিযানের খবর শুনে অনেক শ্রমিক সেখানে জড়ো হয়েছেন বলে ওসি নিশ্চিত করেছেন।