চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদককে গুলি করে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় রাতের অন্ধকারে বাড়ির উঠানেই ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও চিত্রশিল্পী সরওয়ার কামালকে গুলি করে হত্যা করছে দৃর্বৃত্তরা।
সোমবার (২০ সেপ্টেম্বর) ভোরে ফাঁসিয়াখালি ৯ নং ওয়ার্ডের ঘোনারপাড়ার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত চিত্রশিল্পী সরোয়ার ওই এলাকার ছৈয়দ নূর সিকদারের ছেলে।
ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার মহিউদ্দিন বলেন, রাত তিনটার দিকে সরওয়ার আমাকে কল করে। তার কল পেয়ে আমি তার বাড়িতে গিয়ে দেখতে পাই তিনি গুলিবিদ্ধ অবস্থায় উঠোনে পড়ে রয়েছেন।
তিনি আরও বলেন, ওই সময় তার স্ত্রী বাড়ি ছিল না। পরে নিহতের চাচাত শালা ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পারি সরওয়ার তাদের অনেককেই কল করেছে। এরমধ্যে তার শালা বাসার দরজা খুললে দুর্বৃত্তরা তাকেও ধাওয়া দেয়। কিন্তু সাদেক ভয়ে ঘর থেকে বের হয়নি। দুবৃত্তরা ৪/৫ জন ছিল। অন্ধকারচ্ছন্ন থাকায় তাদেরকে কেউ চিনতে পারেনি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, সরওয়ারের মরদেহ উদ্ধার করে সুরতাহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত , কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানতে এবং ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।