কুমিল্লার ঘটনার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সম্প্রতি কুমিল্লায় পূজা মণ্ডপে ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের ঘর-বাড়িতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।
তিনি বলেন, এই মামলার তদন্ত চলছে। তদন্তের প্রতিবেদন আদালতে দাখিল হওয়ার পর মামলা বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে।
শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে নবাগত সাব-রেজিস্ট্রারদের বরণ এবং রেজিস্ট্রার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
সিসিটিভির ফুটেজকে প্রমাণ দেখিয়ে কুমিল্লার ঘটনায় করা মামলার বিচার করা যাবে কি না, এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, 'এই মামলার যখন পুলিশ প্রতিবেদন পাওয়া যাবে, তখন এটাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দায়ের করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার এভিডেন্স হিসেবে ভিডিও ফুটেজ গ্রহণ করার একটা ধারা আছে, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না।।'
তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে এই মামলার বিচার দ্রুত সমাপ্ত করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ওপর ২০১৬ সালে হামলার ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, 'এই মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষ না হয়ে আদালতে প্রতিবেদন না আসা পর্যন্ত আদালত দ্রুত বিচারের বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারে না। বিভিন্ন সময় বিভিন্ন অন্তবর্তীকালীন আদেশ দিতে পারে। তবে এই তদন্তগুলো ইচ্ছাকৃতভাবে বিলম্ব হচ্ছে না', উল্লেখ করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা, যেগুলো সমাজকে নাড়া দিয়েছে, সরকার সেই মামলাগুলোর দ্রুত বিচার নিষ্পত্তি করে রায় দিয়েছে। কুমিল্লার ঘটনার দ্রুত বিচারের বিষয়ে সদিচ্ছার অভাবের কোনো কারণ নেই।
নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার মো. জিয়াউল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক প্রমুখ।