করোনা ভাইরাস: সব দেশের যাত্রীদের পরীক্ষা করা হবে

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্থল ও বিমানবন্দরে বিশ্বের যেকোনো দেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা (স্ক্রিনিং) করা হবে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
শনিবার ১১টার দিকে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আইইডিসিআরের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ফ্লোরা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এতদিন শুধু চীন থেকে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হলেও এখন তার পরিসর বাড়ানো হচ্ছে। এখন বিশ্বের যেকোনো দেশ থেকে কেউ বাংলাদেশে ঢুকলে তাকে স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত আট হাজার ৪৮৪ জন যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে। তাদের মধ্যে কারো করোনা ভাইরাস শনাক্ত হয়নি।
আইইডিসিআরের পরিচালক জানান, বিদেশ থেকে এসে রাজধানীর আশকোনা ক্যাম্পে থাকা ৩০১ জন ভালো আছেন।