এসএসসি’র আগে নির্বাচনী পরীক্ষা হচ্ছে না, ফরম পূরণ শুরু ১ এপ্রিল

করোনাভাইরাস মহামারীর কারণে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
১ এপ্রিল থেকে অনলাইনে শুরু হবে এসএসসি পরীক্ষার ফরম পূরণ।
রোববার (২২ মার্চ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আগামী ২৮ মার্চ প্রকাশ করা হবে। এরপরেই সম্ভাব্য তালিকা থেকে আগামী ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে হবে।
তবে বিলম্ব ফিসহ ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে ফরম পূরণ করা যাবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফরম পূরণের বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন