ইয়াং জেনারেশন একটু দেরিতে ঘুম থেকে ওঠে বলে ভোটার কম: রিটার্নিং কর্মকর্তা

নতুন প্রজন্মের ভোটাররা দেরিতে ঘুম থেকে উঠে, তাই ভোটার সংখ্যা কম- এমনটাই মন্তব্য করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।
তিনি বলেন, “যেটা সত্য ভোটার উপস্থিতি আসলে কিছুটা কম। আপনার জানেন গতকাল শুক্রবার ছিল, আজ শনিবার। ইয়াং জেনারেশন একটু দেরিতে উঠে। আমার মনে হয় একটু পরে হয়তো ভোটার উপস্থিতি বাড়বে।”
শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আই.এ.এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আবুল কাসেম বলেন, আমরা ১৪টি কেন্দ্রে অনিয়মের মৌখিক অভিযোগ পেয়েছি। মৌখিক অভিযোগ পেয়েই এসব কেন্দ্রে বিজিবিসহ অতিরিক্ত ফোর্স মোতায়েন করে সমস্যা সমাধান করা হয়েছে। এখন সব কেন্দ্র স্বাভাবিক।