অনুমতি ছাড়া গড়ে ওঠা গৃহায়ন প্রকল্প বন্ধের নির্দেশ তাপসের

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি।
সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া গড়ে ওঠা সকল গৃহায়ন প্রকল্প বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার সকাল ১১টার দিকে নগরীর ৭৫ নম্বর ওয়ার্ডের ফকিরখালী সরেজমিনে পরিদর্শনের তিনি এই নির্দেশ দেন।
সাংবাদিকদের তিনি বলেন, নগরে অপরিকল্পিতভাবে বিভিন্ন গৃহায়ন প্রকল্প এবং হাউজিং প্রজেক্ট গড়ে উঠছে। এসব প্রকল্প বাস্তবায়নের আগে ডিএসসিসির সঙ্গে কোনো সমন্বয় করা হচ্ছে না। অবিলম্বে এসব প্রকল্প বন্ধ করতে হবে।