Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 26, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 26, 2025
আগেভাগে অবসরে যেতে চান? তারপরের সময় মনমতো নাও হতে পারে: বলছে গবেষণা

ফিচার

ইনক.
06 September, 2023, 05:25 pm
Last modified: 06 September, 2023, 06:31 pm

Related News

  • অপারেশন থিয়েটারে রোবট: ভবিষ্যতে শল্যচিকিৎসায় মানুষের জায়গা নিতে পারে যন্ত্র
  • মানুষ কেন ঘুমায়? নতুন গবেষণা এর জন্য মস্তিষ্ককে দায়ী করছে
  • মানব শুক্রাণু ও ডিম্বাণুতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা
  • এবার এনবিআরের ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ‘গ্রামীণ জীবন’ যেভাবে হয়ে উঠল এক সফল উদ্যোক্তার গল্প

আগেভাগে অবসরে যেতে চান? তারপরের সময় মনমতো নাও হতে পারে: বলছে গবেষণা

"এটা খুব স্বাভাবিক ব্যাপার যে, জীবনে আর্থিক স্বাধীনতা অর্জনের পরবর্তী সময়টা যতটা আনন্দের হবে বলে আমাদের ধারণা, এটা আসলে ততটা নয়। নতুন পরিচয় খোঁজা, নেতিবাচক আবেগের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং জীবনের পরবর্তী লক্ষ্যস্থির করার মতো চ্যালেঞ্জগুলো তখন সামনে চলে আসে", বলেন গবেষকরা।
ইনক.
06 September, 2023, 05:25 pm
Last modified: 06 September, 2023, 06:31 pm
প্রতীকী ছবি/গেটি ইমেজেস

নিজেদের গোষ্ঠীর উন্নতির জন্য, জীবনে আরও নিয়ন্ত্রণ আনার জন্য কিংবা নিজের ভালো লাগা থেকে অনেকেই ব্যবসা আরম্ভ করেন। কিন্তু বেশিরভাগ মানুষই যা চান তা হলো, কারো অধীনে চাকরি বা কারো সহায়তা ছাড়াই প্রচুর টাকা, যা দিয়ে নিজের ইচ্ছামতো জীবনধারণ করা যাবে এবং কারো আজ্ঞাবহ হয়ে থাকতে হবে না। এ ধরনের অর্থকে 'এফইউ মানি' বলে অভিহিত করা হয়। 

আসলে আইডিয়াটা হচ্ছে ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকা, যেন নিজের খেয়াল-খুশিমতো সবকিছু করা যায়; আর এমন অবস্থানে পৌঁছানোর আকাঙ্ক্ষা প্রায় সব মানুষেরই থাকে। কোনো বস এসে কানের কাছে ঘ্যানঘ্যান করবে না, ক্রেতারা এসে নানা দাবি করবে না এবং 'রাশ আওয়ারের' ঝামেলা পোহাতে হবে না... এমন স্বপ্নের জীবন সবারই কাম্য। যদি আপনি যথেষ্ট ধনী হন, তাহলে আপনার পছন্দের সঙ্গে মানানসই নয় এমন যেকোনো প্রস্তাব এলেই 'গেট লস্ট' বলার মতো বাহাদুরি আপনি দেখাতে পারবেন। কে-ই বা না চায় স্বাধীনভাবে বিত্তশালী হতে এবং এভাবেই 'সেমি-রিটায়ারমেন্ট'-এ যেতে! 

প্রকৃতপক্ষে, অনেকেই আসলে এভাবে অবসরে গিয়েছেন; অন্তত ফ্রান্সের ইনসিড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও তাদের সহযোগীদের নতুন একটি গবেষণায় এমনটাই উঠে এসেছে।

ইনসিড বিশ্ববিদ্যালয়ের উইনি জিয়াং এবং তার গবেষণা সহযোগী, কোচ ক্লেয়ার হার্বার আর্থিকভাবে স্বাধীন এবং প্রচুর অর্থবিত্তের মালিক, এমন ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়েছেন। সম্প্রতি ইনসিড নলেজ নামক পোর্টালে তাদের গবেষণার ফলাফল প্রকাশ করেছেন তারা। যারা এখনো মাস শেষে বেতনের জন্য কাজ করে যাচ্ছেন, তারা হয়তো এই নিবন্ধের সঙ্গে একমত হবেন না যে- ধনী হওয়াও খুব আরামের নয়; বরং এটা উদ্যোক্তাদের জন্য একটা সতর্কবার্তা যে প্রচুর অর্থবিত্ত থাকলেই যে জীবনে সুখ ও শান্তি থাকবে তার কোনো নিশ্চয়তা নেই।

টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ইভি উইলিয়ামস যেমনটা বলছেন- "প্রতিদিন স্কিইং করার চেয়ে একটা স্টার্টআপ শুরু করা বেশি মজার কাজ।" এরপরেই গবেষকরা বুঝতে পারেন যে, যেসব ধনীরা তাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন, তারা মনে করেন অবসর সময় কাটানো আরও বেশি কঠিন কাজ!

"এটা খুব স্বাভাবিক ব্যাপার যে, জীবনে আর্থিক স্বাধীনতা অর্জনের পরবর্তী সময়টা যতটা আনন্দের হবে বলে আমাদের ধারণা, এটা আসলে ততটা নয়", লিখেছেন গবেষকরা। "নতুন পরিচয় খোঁজা, নেতিবাচক আবেগের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং জীবনের পরবর্তী লক্ষ্যস্থির করার মতো চ্যালেঞ্জগুলো তখন সামনে চলে আসে। যেহেতু খুব কম আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবই এরকম পরিস্থিতিতে পড়ে, তাই এসময় নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন মনে হওয়াও কঠিন নয়। সাক্ষাৎকারদাতারা জানিয়েছেন, তারা এই নতুন জীবনের অর্থ খুঁজে বেড়ান; কিভাবে অর্থবহ উপায়ে সময় কাটানো যাবে এবং বিভিন্ন কাজে সম্পৃক্ত হওয়া যাবে-সেই সিদ্ধান্ত নিতেও হিমশিম খেতে হয়েছে তাদের।

যেহেতু সক্রিয় কর্মজীবনে তারা বেশ সফল ছিলেন, তাই অবসরে যাওয়ার পরেও কোনো না কোনো ক্ষেত্রে ব্যর্থতার ভয় অনেককে ঘিরে ধরে। গবেষকরা লিখেছেন, "এই উদ্যোক্তারা আগেপরে অনেক সফলতা দেখিয়েছেন এবং তারা জানেন যে, তাদের এই সফলতার পেছনে আংশিকভাবে হলেও ভাগ্যের হাত রয়েছে। তাই পরবর্তী যে কাজে জড়াচ্ছেন সেখানেও সফল হবেন কিনা তা নিয়ে উদ্বেগ তাদের থেকেই যায়। সেই উদ্বেগ থেকেই তারা পরবর্তী পদক্ষেপটা সহযে নিতে পারেন না, অনেক দ্বিধা-দ্বন্দ্বে ভোগেন।"

কিন্তু তবুও ধনী হওয়ার ইচ্ছা আপনার থাকতেই পারে, কিন্তু...

উপরে যা যা বলা হলো, এগুলো অবশ্য উন্নত দেশের সমস্যা। কে-ই বা যাবে মিলিয়নিয়ার ও বিলিয়নিয়ারদের জন্য চোখের পানি ফেলতে! কারণ আমাদের আশেপাশে আরও অনেক মানুষ দুঃখ-দুর্দশায় রয়েছে, যাদের প্রতি সহানুভূতি দেখানো উচিত, যাদের দিকে খেয়াল রাখা উচিত। আর প্রচুর সম্পদের মালিক হওয়ার পর অবসর কাটাতে গিয়ে কি কি সমস্যায় পড়বেন, সেকথা ভেবে কারো ধনী হওয়ার স্বপ্নও থেমে থাকবে না।

কিন্তু গবেষকরা জোর দিয়ে বলছেন যে, উদ্যোক্তা এবং যারাই আর্থিকভাবে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখেন- তাদের উচিত এ গবেষণাটির দিকে নজর দেওয়া। কারণ তাদেরও চিন্তা করা উচিত, যখন জীবনে কোনো আর্থিক অসচ্ছলতা থাকবে না তখনকার সময়টা তারা কিভাবে কাটাবেন।

"এখনও এটা চিন্তার সময় চলে যায়নি যে আর্থিক স্বাধীনতা অর্জনের পর আপনি কী করবেন? আপনার কাছে থাকা টাকা ও সময় দিয়ে আপনি কী করবেন? যদি সত্যিই আপনি বড় কোনো উদ্দেশ্য পূরণ এবং প্রভাব রাখতে চান, তাহলে কী ধরনের প্রভাব রাখতে চান তা ভেবে রাখুন। অন্যদিকে, আপনি যদি স্রেফ আনন্দ ও মজার জন্য কিছু করতে চান, তাহলে সে অনুযায়ী কি কি কাজ করা যায় তা নিয়ে ভাবুন", বলেন গবেষকরা।

আর যারা এখনও ওই পর্যায়ের সম্পদশালী হতে অনেকটা পথ পিছিয়ে, তারা স্বপ্ন দেখতে থাকুন যে কবে সেই দিন আসবে যখন টাকার জন্য চিন্তা না করে শুধুই সুইমিং পুলের ধারে বা গলফের মাঠে গিয়ে সময় কাটানো যাবে। তবে মুশকিল হচ্ছে, যারা অতি ধনী, তাদের জন্য এ ধরনের অবকাশযাপন নিতান্ত নগণ্য।

মানুষের যত টাকাই থাকুক না কেন, মানুষ সবসময় জীবনের অর্থ খোঁজে। তাই কর্মজীবন শেষে অলস সমুদ্রের তীরে বিলাসী উপায়ে সময় কাটালেই যে জীবন আনন্দের হবে সেই দিবাস্বপ্ন না দেখাই ভালো। তার চেয়ে বরং সময় নিয়ে, গভীরভাবে চিন্তা করুন কিভাবে আর্থিক স্বাধীনতা অর্জনের পরেও জীবনে পূর্ণতা নিয়ে আসা যায়।

Related Topics

টপ নিউজ

গবেষণা / অবসর / জীবন / আনন্দ / উদ্যোক্তা / বিলিয়নিয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাবার এজেন্ট ব্যাংকের টাকার জন্য ছেলেকে ইসলামী ব্যাংকে হাতুড়ি পেটা, নখ তোলার চেষ্টা; গ্রেপ্তার ৩
  • অতিরিক্ত ভাড়া, ভুতুড়ে ফ্লোর, অগ্রিম ২২০ কোটি: প্রিমিয়ার ব্যাংকের টাকায় যেভাবে পকেট ভরেছে ইকবাল পরিবার
  • যুগের পর যুগ পেরিয়ে ঢাকার যে ৫ পুরোনো খাবার হোটেল এখনও জনপ্রিয়!
  • শাহজালাল বিমানবন্দরে যাত্রীসঙ্গী প্রবেশে নতুন সীমাবদ্ধতা
  • বাংলাদেশ ব্যাংকের নতুন কাজ: পোশাক পর্যবেক্ষণ এবং ফ্যাশন নির্দেশনা
  • ‘বাবা, আমার জন্য টেনশন কোরো না, আমি সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ’—৪ দিন লড়াইয়ের পর না ফেরার দেশে মাহতাব

Related News

  • অপারেশন থিয়েটারে রোবট: ভবিষ্যতে শল্যচিকিৎসায় মানুষের জায়গা নিতে পারে যন্ত্র
  • মানুষ কেন ঘুমায়? নতুন গবেষণা এর জন্য মস্তিষ্ককে দায়ী করছে
  • মানব শুক্রাণু ও ডিম্বাণুতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা
  • এবার এনবিআরের ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ‘গ্রামীণ জীবন’ যেভাবে হয়ে উঠল এক সফল উদ্যোক্তার গল্প

Most Read

1
বাংলাদেশ

বাবার এজেন্ট ব্যাংকের টাকার জন্য ছেলেকে ইসলামী ব্যাংকে হাতুড়ি পেটা, নখ তোলার চেষ্টা; গ্রেপ্তার ৩

2
অর্থনীতি

অতিরিক্ত ভাড়া, ভুতুড়ে ফ্লোর, অগ্রিম ২২০ কোটি: প্রিমিয়ার ব্যাংকের টাকায় যেভাবে পকেট ভরেছে ইকবাল পরিবার

3
ফিচার

যুগের পর যুগ পেরিয়ে ঢাকার যে ৫ পুরোনো খাবার হোটেল এখনও জনপ্রিয়!

4
বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীসঙ্গী প্রবেশে নতুন সীমাবদ্ধতা

5
ইজেল

বাংলাদেশ ব্যাংকের নতুন কাজ: পোশাক পর্যবেক্ষণ এবং ফ্যাশন নির্দেশনা

6
বাংলাদেশ

‘বাবা, আমার জন্য টেনশন কোরো না, আমি সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ’—৪ দিন লড়াইয়ের পর না ফেরার দেশে মাহতাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net