নতুন আশা-স্বপ্ন নিয়ে বিশ্বব্যাপী ইংরেজি নববর্ষ উদযাপন
লন্ডন, নিউইয়র্ক, সিডনি, সিঙ্গাপুর, তাইওয়ান, বেইজিং, উহান, সাংহাইসহ বিশ্বের বিভিন্ন শহরের আকাশে আতশবাজি আর আলোকসজ্জায় স্বাগত জানানো হয়েছে ২০২৩ সালকে।

লন্ডনে ইংরেজি নতুন বছর উদযাপন। ছবি: বিবিসি
মহাকালের আবর্তে হারিয়ে গেল আরও একটি বছর। ফুরিয়ে গেল ২০২২; নতুন আশা আর স্বপ্ন নিয়ে শুরু হল ২০২৩। গতকাল মধ্যরাত থেকেই নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। লন্ডন, নিউইয়র্ক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, তাইওয়ান, বেইজিং, উহান, সানহাইসহ বিভিন্ন শহরের আকাশে আতশবাজি আর আলোকসজ্জায় স্বাগত জানানো হয়েছে ২০২৩ সালকে।
ছবিতে দেখে নেওয়া যাক বিশ্বের কয়েকটি বড় শহরের ইংরেজি নতুন বর্ষ উদযাপন—

নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন একজন নিউইয়র্কবাসী। ছবি:রয়টার্স

উহানে নববর্ষ উদযাপন। ছবি: রয়টার্স

রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকতে আতশবাজি। ছবি: রয়টার্স

প্যারিস। ছবি: রয়টার্স

সেন্ট সারকিস ক্যাথেড্রালে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন আর্মেনিয়ান নাগরিক। ছবি: বিবিসি

হংকং। ছবি: রয়টার্স

লন্ডন। ছবি: পিএ মিডিয়া

লন্ডন। ছবি: বিবিসি

টকিও। ছবি: রয়টার্স

ইতালির মিলান। ছবি: বিবিসি

সিডনি। ছবি: রয়টার্স