কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড-২০২১'র কিছু ছবি
পশু-পাখিরাও আবেগ অনুভূতির বাইরে নয়, তাদের মধ্যেও চলে ভাবের আদান-প্রদান, মানুষের কল্পনার বাইরের এমন অনেক মুহূর্ত উঠে আসে এ প্রতিযোগিতায় পাঠানো ছবিগুলোতে।

দেখে মনে হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে ডাগনফ্লাইটি। ছবিটি তুলেছেন অ্যাক্সেল বকার
ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে ড্রাগনফ্লাই, দাঁত বের করে হাস্যোজ্জ্বল সাপ, হাত দিয়ে মুখ ঢেকে হাস্যরত গ্রে সিল- ২০২১ সালের কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে বাছাইকৃত ছবিগুলোতে এমন অসাধারণ কিছু ছবির দেখা মিলেছে।
দুজন পেশাদার আলোকচিত্রী পল জয়েনসন-হিক্স এবং টম সুলাম এ অ্যাওয়ার্ড চালু করেছিলেন।
পশু-পাখিরাও আবেগ অনুভূতির বাইরে নয়, তাদের মধ্যেও চলে ভাবের আদান-প্রদান, মানুষের কল্পনার বাইরের এমন অনেক মুহূর্ত উঠে আসে এ প্রতিযোগিতায় পাঠানো ছবিগুলোতে।

ভাইন প্রজাতির সাপ। ভারতে ছবিটি তুলেছেন আদিত্য কেশিরাসাগর

ঝগড়া করছে দুটি ক্যাঙ্গারু, অস্ট্রেলিয়ার পার্থে ছবিটি তুলেছেন লি স্ক্যাড্ডান

দেখে মনে হচ্ছে পাউট করছে বক্সফিশটি। ছবিটি তুলেছেন ফিলিপ স্টাহ

দেখে মনে হচ্ছে সদর্পে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এই ফ্যান থ্রোটেড লিজার্ড, ভারতে ছবিটি তুলেছেন আদিত্য কেশিরাসাগর

শুয়ে পড়ার আগে বালুতে আসন পেতে ক্যামেরা দিকে তাকিয়ে হাসছে কোডিয়াক ব্রাউন বিয়ারটি, ছবিটি তুলেছেন উইনোনা সুইদাম।

ঘুম থেকে উঠে মেজাজ চড়ে আছে, পাইড স্টারলিংটিকে দেখে এমনটাই মনে হচ্ছে। দক্ষিণ আফ্রিকার রিতভ্লেই থেকে ছবিটি তুলেছেন অ্যান্ড্রু মায়েস।

মা-শিশুর আবেগঘন ছবির মধ্যে ফটোবম্ব আরেক পোলার বিয়ার, উত্তর আলাস্কায় ছবিটি তুলেছেন শেরিল স্ট্রাহ

পার্কের বেঞ্চের একপাশ থেকে উঁকি দিচ্ছে একটি বাচ্চা হাঁস, যুক্তরাকজ্যের লন্ডনের লে ভ্যালে পার্ক থেকে ছবিটি তুলেছেন চার্লি পেইজ

দেখে মনে হচ্ছে কানে কানে ফিসফিস করে নিজেদের মধ্যে গোপনীয় কিছুর আদান-প্রদান করছে র্যাকুনগুলো! জার্মানির ক্যাসেলে ছবিটি তুলেছেন জান পিয়েচা।

গ্রে সিলও যেন হাত দিয়ে মুখ ঢেকে হাসছে! যুক্তরাজ্যের র্যাভেনস্কারে ছবিটি তুলেছেন মার্টিনা নভোতনা