পিপলস ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশনে চাকরির সুযোগ

পাঁচ ধরনের পদে জনবল নিয়ােগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিপলস ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)।
পদগুলো হলো-
১. সহকারী কর্মসূচি ব্যবস্থাপক
২. শাখা ব্যবস্থাপক
৩. সহকারী শাখা ব্যবস্থাপক
৪. সিনিয়র মাঠ কর্মকর্তা
৫. মাঠ কর্মকর্তা
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী আগামী ২০ ডিসেম্বরের মধ্যে 'উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপলস ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭' বরাবর আবেদন করতে হবে।
