কোয়ালিটি অ্যাসুরেন্স এক্সিকিউটিভ নেবে এসকায়েফ

এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোয়ালিটি অ্যাসুরেন্স এক্সিকিউটিভ নিয়োগ দেবে।
এম.ফার্ম/বি.ফার্ম ডিগ্রিসহ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানে সমমানের পদে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতাসম্পন্নরা পদটিতে আবেদন করতে পারবেন।
আগ্রহীদের পাসপোর্ট সাইজের ছবিসহ রেজুমে আগামী ৪ নভেম্বরের মধ্যে career@skf.transcombd.com ঠিকানায় ইমেইল করতে হবে।
