ছবিতে কিংবদন্তি শেন ওয়ার্নের জীবন ও ক্যারিয়ার
মাঠের ভেতরে এবং বাইরে, দুই জায়গায়ই বর্ণাঢ্য জীবন কাটিয়েছেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় জন্ম নেওয়া এই ক্রিকেটার। কিংবদন্তির স্মরণে তার কিছু ছবি তুলে ধরা হলো পাঠকদের জন্য।

ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার এবং তর্কসাপেক্ষে সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন আর নেই। আজ শুক্রবার (৪ মার্চ) ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ফক্স নিউজ জানিয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই স্পিন জাদুকরের মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হয়েছে।
মাঠের ভেতরে এবং বাইরে, দুই জায়গায়ই বর্ণাঢ্য জীবন কাটিয়েছেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় জন্ম নেওয়া এই ক্রিকেটার। কিংবদন্তির স্মরণে তার কিছু ছবি তুলে ধরা হলো পাঠকদের জন্য।

১৯৯৯ সালে কার্ডিফের সোফিয়া গার্ডেনসে ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন একটি ব্যানারের কাছে দাঁড়িয়ে শেন ওয়ার্ন। ছেলে জ্যাকসনের জন্ম উপলক্ষে স্ত্রীকে অভিনন্দন জানিয়ে লেখা হয়েছিল ওই ব্যানার। ছবি: ডেভিড জোনস/পিএ

২০০৬ সালের ডিসেম্বরে মেলবোর্নে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের বিপক্ষে জয়লাভ করে অস্ট্রেলিয়া। এদিন দলের ম্যান অব দ্য ম্যাচ শেন ওয়ার্নকে কাঁধে নিয়ে মাঠে চক্কর দিচ্ছেন সতীর্থ অ্যান্ড্রু সাইমন্ডস ও ম্যাথিউ হেয়ডেন। ছবি: গ্যারেথ কপলি/পিএ

বামে রিকি পন্টিং এবং ডানে শেন ওয়ার্ন, ২০০৫ সালের জুলাইয়ে এক ম্যাচে ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউসকে আউট করার পক্ষে আপিল জানাচ্ছেন। ছবি: শন ডেম্পসে/পিএ

২০০৫ সালের আগস্টে ট্রেন্ট ব্রিজে অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টির জন্য দেরি হওয়ায় সেই ফাঁকে ড্রেসিং রুমে সিগারেট টানছেন শেন ওয়ার্ন। ছবি: রুই ভিয়েইরা/পিএ

৬০০ টেস্ট ম্যাচ উইকেটের রেকর্ড গড়ায় শেন ওয়ার্নকে অভিনন্দন জানাচ্ছেন সাবেক ইংলিশ ব্যাটার মাইক গ্যাটিং। ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট উইকেট নেন ওয়ার্ন এবং সেদিন প্রথম ডেলিভারিতেই গ্যাটিংকে কুপোকাত করেছিলেন তিনি! ছবি: ফিল নোবেল/পিএ

২০১৯ সালে রুথ স্ট্রাউস ফাউন্ডেশনের জন্য লাল স্যুটে সজ্জিত ওয়ার্ন, ডেভিড গাওয়ার ও স্ট্রাউস। ছবি: জন ওয়ালটন/পিএ

২০১১ সাল থেকে দুই বছরের জন্য অভিনেত্রী এলিজাবেথ হার্লির সাথে প্রণয়ে আবদ্ধ ছিলেন শেন ওয়ার্ন। ছবি: লুইস হোয়াইল্ড/পিএ

২০০৭ সালের সেপ্টেম্বরে লিভারপুল ভিক্টোরিয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওয়চেস্টারশায়ারের বিপক্ষে বল করছেন হ্যাম্পশায়ার ক্যাপ্টেন ওয়ার্ন। ছবি: নিক পটস/পিএ

এলিজাবেথ হার্লি ও ইংলিশ খেলোয়াড় মাইকেল ভগানের সাথে খুনসুটিতে মত্ত ওয়ার্ন। ছবি: বেন বার্কল/পিএ

ওয়ার্নকে আউট করার সুযোগ হারিয়ে হতাশ অভিব্যক্তি ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফের। ছবি: মার্টিন রিকেট/পিএ

২০২১ সালের ডিসেম্বরে নিউজ অব দ্য ওয়ার্ল্ড এর প্রকাশকদের বিরুদ্ধে করা ফোন হ্যাকিং মামলায় জয়লাভের পর ওয়ার্ন। ছবি: ইয়ান ওয়েস্ট/পিএ
সূত্র: পিএ নিউজ এজেন্সি