‘ক্রিকেটাররা মানসিক ও শারীরিকভাবে খুবই খারাপ অবস্থায় আছে’

গত জুলাই থেকে টানা ক্রিকেটের মধ্যে আছে জাতীয় ক্রিকেট দল। একটার পর একটি সিরিজ, মাঝে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরও ফুরসত মেলেনি। কয়েকদিনের মধ্যেই পাকিস্তান সিরিজ খেলে নিউজিল্যান্ড সফরে যেতে হয়েছে বাংলাদেশকে। ১০ ডিসেম্বর শুরু হওয়া কোয়ারেন্টিন এখনও শেষ হয়নি।
স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা আক্রান্ত হওয়ায় বেড়েছে আইসোলেশনের মেয়াদ। দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকায় ক্রিকেটাররা মানসিক ও শারীরিকভাবে খুবই বাজে অবস্থায় আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। নিউজিল্যান্ডে ক্রিকেটাররা খুব বাজে সময় পার করছেন বলে জানিয়েছেন তিনি।
বিসিবি সভাপতি বলেন, 'কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগেভাগে পাঠিয়েছিলাম। একে তো নিউজিল্যান্ড, এর মধ্যে এতো শর্ত। এই কন্ডিশনে খেলাটা কঠিন। ছেলেরা মানসিক ও শারীরিকভাবে খুবই খারাপ অবস্থায় আছে। আমাদের কাজ হবে ওদের উদ্বুদ্ধ করা। দুটি প্র্যাকটিস ম্যাচ ছিল, একটা তো হবেই। আমরা চেষ্টা করছি আরেকটা রাখা যায় কিনা। দলের প্রত্যেকের খুব খারাপ লাগছে। খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
নিউজিল্যান্ড সফরের পরও বাংলাদেশ দলের ব্যস্ত সূচি। বিপিএলের পর আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। এসব চিন্তা করে নিউজিল্যান্ড সফর বাতিলের পক্ষে ছিলেন দলের অনেক ক্রিকেটার। কিন্তু সফর বাতিলের চেষ্টা করেও সেটা সম্ভব হয়নি। আগামী ২১ ডিসেম্বর করোনা পরীক্ষার পর বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের ভাগ্য চূড়ান্ত হবে।
টানা সূচি, ক্রিকেটারদের মানসিক-শারীরিক অবস্থা নিয়ে নাজমুল হাসান আরও বলেন, 'আমাদের খেলোয়াড়রা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ওরা টানা কোয়ারেন্টিনে আছে। সূচি অনুযায়ী যেদিন আসার কথা, সেদিন আসলেও তার ৪-৫ দিন পর বিপিএলের জন্য জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হবে। আমরা চাচ্ছিলাম ২০ জানুয়ারি থেকে বিপিএল শুরু করব। যেদিন বিপিএল শেষ হওয়ার কথা, সেদিন আবার আফগানিস্তান আসবে বাংলাদেশে। মানে আবার বায়োবাবল।'
'এই সিরিজ শেষ করার ৪-৫ দিন পরই উড়াল দিতে হবে দক্ষিণ আফ্রিকায়। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত টানা চলবে। কোনো বিরতিই দেওয়া যাচ্ছে না। মানসিক ও শারীরিকভাবে তারা একেবারেই ক্লান্ত। অনেক খেলোয়াড় চিন্তা করছিল চলে আসা যায় কিনা, সিরিজ বাদ দেওয়া যায় কিনা। আসলে এটার কোনো সুযোগ নেই। ২১ তারিখের পর কোয়ারেন্টিন আবার বাড়ানো হলে তখন ওদের সাথে আলোচনায় যেতে পারব।' যোগ করেন বিসিবি সভাপতি।
নিউজিল্যান্ডে 'বন্দি' অবস্থায় বাংলাদেশ দল। চাইলেও দলকে ফিরিয়ে আনা যাচ্ছে না। নাজমুল হাসান বলেন, 'ফিরিয়ে আনা তো সম্ভব না। কীভাবে আনবেন? আপনাদের কি মনে হয় নিউজিল্যান্ড সরকার ওমিক্রনের সাথে সংস্পর্শ আছে, এমন কাউকে বের হতে দেবে? এয়ারপোর্টে যেতে দেবে? এমন কোনো এয়ারক্রাফট আছে যেটা আনবে ওদেরকে? আগে ২১ তারিখ পর্যন্ত দেখি। আর তো দুই দিন।'