আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

নিজেরা গোল না করেই শেষ আটে উঠে গেল ফ্রান্স! ভাবছেন কীভাবে? বেলজিয়াম যে নিজেদের জালেই গোল দিয়েছে, আর তাতেই ইউরোর কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন কিলিয়ান এমবাপ্পেরা।
বেলজিয়ামের দুর্ভাগ্যই বলা চলে, পুরো ম্যাচে ফ্রান্সের আক্রমণ প্রতিহত করার পর শেষ পর্যন্ত হারতে হয়েছে আত্মঘাতী গোলে। এবারের ইউরোতে চার ম্যাচ খেলে ফেললেও ওপেন প্লে থেকে একটি গোলও করতে পারেনি ফ্রান্স। অথচ তারাই এখন খেলবে শেষ আটে!
লড়াইটা ছিল র্যাঙ্কিংয়ের দুই বনাম তিন নাম্বার দলের। দুই দলেই তারকা খেলোয়াড়ে ঠাসা। তবে লড়াইটা ঠিক অতটা জমেনি। পুরো ম্যাচে ফ্রান্সকে আটকে প্রতি আক্রমণে খেলার লক্ষ্য ছিল বেলজিয়ামের। ফ্রান্সকে প্রায় আটকে দিলেও নিজেরা তেমন সুযোগ তৈরি করতে পারেনি বেলজিয়াম।
কেভিন ডি ব্রুইনা-রোমেলু লুকাকুদের আক্রমণ তৈরি ব্যর্থতার পরও ফ্রান্স খুব সহজে ম্যাচ জেতেনি। বেলজিয়ামের রক্ষণে বারবার হানা দিলেও তা প্রতিহত হয়েছে। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে কোলো মুয়ানির বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া দুর্বল শট বেলজিয়ান ডিফেন্ডার ইয়ান ভারতোঙেনের হাঁটুতে লেগে দিক বদলে ঢুকে যায় জালে।
এবারের ইউরোতে এটি ফ্রান্সের পাওয়া দ্বিতীয় আত্মঘাতী গোল। তারা গোলই করেছে তিনটি, দুই আত্মঘাতী গোল বাদে অন্যটি পেনাল্টি থেকে। সেটিও আবার ইউরোতে কিলিয়ান এমবাপ্পের প্রথম গোল! স্লোভাকিয়াকে হারালেই কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হবে পর্তুগাল। ফুটবল প্রেমিরা পাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো বনাম কিলিয়ান এমবাপ্পের মুখোমুখি লড়াই দেখার দারুণ এক সুযোগ।