টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামসন, কিউইদের নেতৃত্ব দেবেন স্যান্টনার

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হাঁটুর চোটের কারণে খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজে থাকছেন পেসার কাইল জেমিসনও।
নিয়মিত অধিনায়ক উইলিয়ামসন না থাকায় বাংলাদেশের বিপক্ষে কিউইদের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। উইলিয়ামসন ও জেমিসনের জায়গায় দলে ডাক পেয়েছেন রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ভাষ্য অনুযায়ী, ফিরে আসা হাঁটুর চোটের কারণে উইলিয়ামসনকে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে। অপরদিকে সামনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সম্পূর্ণ ফিট অবস্থায় জেমিসনকে পেতে এই সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।