অবসর কবে নেবেন, জানালেন সাকিব

টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি নিজের অবসর ভাবনা নিয়েও জানিয়েছেন সাকিব আল হাসান। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোর চিন্তা করছেন তিনি।
২০০৬ সালে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার পর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায়৷ প্রায় ১৭ বছর ক্রিকেট খেলার পর নিজের অবসর ভাবনা নিয়ে খোলাসা করলেন সাকিব।
সব ফরম্যাট থেকে একসাথে অবসরের ঘোষণা দিবেন বলে জানিয়েছেন সাকিব। তবে তিন ফরম্যাটের খেলা ছাড়বেন একটি একটি করে।
সবার আগে ছাড়বেন টেস্ট, যা হতে পারে বিশ্বকাপের পরপরই। সাকিবের কথায়, 'আমি যদি দেখি, আজকে এখন এই অবস্থায় বলছি, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলবে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টিকে বিদায় দেবে। টেস্টের অবসর শিগগিরই।'
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে সাকিবের সম্ভাব্য শেষ টুর্নামেন্ট। যার পরেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিবেন বলে জানান সাকিব।