Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 02, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 02, 2025
শুধু চুমু-কাণ্ডই নয়, লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে জমছে অভিযোগের পাহাড়

খেলা

সিএনএন
04 September, 2023, 05:00 pm
Last modified: 04 September, 2023, 05:54 pm

Related News

  • ডাকসু নির্বাচনে প্রার্থীদের অভিযোগের বিষয়ে যা জানালো ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ইসরায়েল অংশ নিলে এবার ইউরোভিশন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি স্পেনের
  • জাকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার ও নির্বাচনী ‘অনিয়মের’ নিন্দা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের 
  • জাকসু নির্বাচন: ভোটের আগের রাতে প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ সম্প্রীতির ঐক্য প্যানেলের
  • অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পরাজয়ের পর ফ্রান্সে সরকারের পতন

শুধু চুমু-কাণ্ডই নয়, লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে জমছে অভিযোগের পাহাড়

গত ২০ আগস্ট মিগুয়েল গালান রুবিয়ালেসের বিরুদ্ধে প্রথম অভিযোগ করার পর থেকে সিএসডির কাছে আরও ১৫টি অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। এর মধ্যে যৌন হেনস্থা থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও এসেছে বলে জানিয়েছেন সিএসডির এক মুখপাত্র।
সিএনএন
04 September, 2023, 05:00 pm
Last modified: 04 September, 2023, 05:54 pm
লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে গত ২৮ আগস্ট স্পেনের মাদ্রিদে নানা শ্রেণী-পেশার মানুষের প্রতিবাদ। ছবি: ইসাবেল ইনফান্তেস/রয়টার্স

প্রথমবার বিশ্বকাপ শিরোপা জিতে ইতিহাস গড়েছে স্পেনের নারী ফুটবল দল। কিন্তু দলের সেই বিশ্বকাপ জয়ের আনন্দ ম্লান হয়ে গেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসের চুমু-কাণ্ডে। কিন্তু অনেকেই হয়তো জেনে অবাক হবেন যে রুবিয়ালেসের বিরুদ্ধে প্রথম অভিযোগটি জেনি হেরমোসো করেননি, করেছেন মাদ্রিদে বসে ম্যাচটি দেখা এক ব্যক্তি।

অত্যন্ত গর্বিত হৃদয়ে স্পেনের নারী ফুটবল দলের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ এবং তাদের শিরোপা জয়ের অনুষ্ঠান দেখছিলেন মিগুয়েল আনহেল গালান। কিন্তু তার সেই আনন্দ এক জঘন্য অনুভূতিতে পরিণত হয়, যখন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস অপ্রত্যাশিতভাবে এবং সম্মতি ছাড়াই দলের স্ট্রাইকার জেনি হেরমোসোর ঠোঁটে চুমু দেন। 

ন্যাশনাল ট্রেইনিং সেন্টার অব ফুটবল ম্যানেজারস-এর প্রধান গালান জানান, এ ঘটনার কয়েক মিনিটের মধ্যে তিনি রুবিয়ালেসের বিরুদ্ধে স্প্যানিশ সরকারের হাই কাউন্সিল অব স্পোর্ট (সিএসডি)-এ অভিযোগপত্র জমা দেওয়ার খসড়া লেখেন।

ছবি: সিএনএন

"এটা ছিল খুবই পুরুষতান্ত্রিক ও অসহনীয় আচরণ। একজন শভিনিস্টের মতো আচরণ (নারীদের ছোট করে দেখা), তাও আবার এমন একজন সভাপতির দ্বারা, যিনি দুর্নীতি এবং পুরুষতান্ত্রিকতায় নিমজ্জিত", গত বৃহস্পতিবার সিএনএনকে কথাগুলো বলেন গালান। তিনি আরও যোগ করেন, 'দুর্নীতি এবং পুরুষতান্ত্রিকতা- এই দুটিই স্পেনের ফেডারেশনে কাঠামোগত সমস্যা।"

স্পষ্টত, স্পেনের বহু মানুষই গালানের এই বক্তব্যের সঙ্গে একমত হবেন। কারণ রুবিয়ালেসের বিরুদ্ধে এখন শুধু চুমু-কাণ্ডের জন্যই নয়, জমছে আরও অনেক অভিযোগের পাহাড়। শত শত মানুষ স্পেনের রাস্তায় নেমে এসেছেন রুবিয়ালেসের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। রুবিয়ালেসকে প্রেসিডেন্টের পদ থেকে না সরানো পর্যন্ত ফুটবল না খেলার ঘোষণা দিয়েছে স্পেনের নারী ফুটবল দল। অন্যদিকে, জেনি হেরমোসো নিজেই জানিয়েছেন যে রুবিয়ালেসের এমন আচরণ তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

বিবৃতিতে হেরমোসো বলেছেন, "আমি নিজেকে অরক্ষিত এবং একজন পুরুষতান্ত্রিক মনোভাবসম্পন্ন ব্যক্তির হেনস্থার শিকার বলে মনে করছি।"

ছবি: সংগৃহীত

প্রাথমিকভাবে রুবিয়ালেস দায়সারাভাবে ক্ষমা চেয়ে ভিডিও প্রকাশ করে জনরোষ থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে যখন কাজ হয়নি তখন তিনি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভায় নিজের পিঠ বাঁচানোর জোর চেষ্টা করেন এবং উদ্ধতভাবে জানান যে তিনি পদত্যাগ করবেন না; এসময় বেশিরভাগ পুরুষ দর্শক তার বক্তব্যে করতালি দিয়েছিল। রুবিয়ালেসের ভাষ্যে, তিনি 'কিছু ভুল করেছেন ঠিকই' কিন্তু তার সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে বলে তিনি মনে করেন।

রাজনৈতিক পুনর্জন্ম

গত ২০ আগস্ট মিগুয়েল গালান রুবিয়ালেসের বিরুদ্ধে প্রথম অভিযোগ করার পর থেকে সিএসডির কাছে আরও ১৫টি অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। ব্যক্তি ও সংস্থা, উভয় পক্ষ থেকেই এই অভিযোগগুলো এসেছে; এর মধ্যে যৌন হেনস্থা থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও এসেছে বলে জানিয়েছেন সিএসডির এক মুখপাত্র। অতি সাম্প্রতিক সময়ে রুবিয়ালেস তার বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সিএনএনকে গালান জানিয়েছেন, তিনি এখন পর্যন্ত ৫০টিরও বেশি অভিযোগ জমা দিয়েছেন। তারই অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতির দায়ে ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট আনহেল মারিয়া ভিলারকে গ্রেপ্তার হতে হয়েছে। ভিলার প্রায় ৩০ বছর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের দায়িত্বে ছিলেন। মাদ্রিদে গালানের কার্যালয়ের দেয়ালও ফুটবলের নানা কেলেঙ্কারি নিয়ে প্রকাশিত খবরে ভর্তি, যেসব কেলেঙ্কারি গালানই প্রকাশ্যে এনেছেন। গালান বলেন, রুবিয়ালেসের চুমু-কাণ্ড নিয়ে তোলপাড় এক দীর্ঘ লড়াইয়ের আরম্ভ মাত্র।

স্প্যানিশ সকার ফেডারেশনের সভাপতির পদে আসন্ন নির্বাচনের দিকে ইঙ্গিত করে "এখন আমাদের যা দরকার তা হলো সুষ্ঠু নির্বাচন, যাতে করে নারীরা এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। এরপরে, ফেডারেশনের নির্বাচনের মাধ্যমে আস্তে আস্তে রাজনৈতিক পুনর্জন্ম ঘটবে।"

গত শুক্রবার মাদ্রিদে রুবিয়ালেসের বিরুদ্ধে প্রতিবাদে সাধারণ মানুষ। ছবি: মানাউর কুইন্তেরো/ব্লুমবার্গ/গেটি ইমেজেস

চুমু-কাণ্ড নিয়ে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করার পাশাপাশি রুবিয়ালেসের নিজের পরিবারের সদস্যরাও তার বিরুদ্ধে কথা বলছেন। তার আংকেল ও সাবেক চিফ অব স্টাফ হুয়ান রুবিয়ালেস স্প্যানিশ সংবাদপত্র এল মুন্দোকে বলেছেন, তিনি দেখেছেন যে তার ভাতিজা ব্যক্তিগত পার্টি আয়োজন ও রোমান্টিক অবকাশযাপনের জন্য আরএফইএফ তহবিলের টাকা ব্যয় করেছেন; একইসঙ্গে সৌদি আরবে স্পেনের সুপার কাপ আয়োজনের জন্য সৌদি কর্মকর্তাদের কাছ থেকেও কমিশন নিয়েছেন।

রুবিয়ালেসের চুমু-কাণ্ডের প্রসঙ্গে হুয়ান বলেন, "আমি এতে মোটেও অবাক হইনি। সে খুবই ঔদ্ধত্যপূর্ণ একজন মানুষ। একজন প্রেসিডেন্টের আচরণ যেমন হওয়া উচিত, তা তার নেই। একজন রাজনৈতিক নেতা হওয়ার পরিবর্তে সে এমন এক যোদ্ধা হতে চেয়েছে, যে কিনা চারপাশে শুধু ভূত আর শত্রুই দেখতে পায়। সবশেষে, সে নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে।"

হুয়ান রুবিয়ালেসের অভিযোগের ব্যাপারে লুইস রুবিয়ালেস ও আরএফইএফ- উভয়ের সঙ্গেই যোগাযোগ করে কোনো সাড়া পায়নি সিএনএন।

সিএনএনের হাতে আসা সিএসডি নথি থেকে জানা যায়, চুমু-কাণ্ডের মধ্যেই গত গ্রীষ্ম থেকেই স্পেনের প্রসিকিউটর রুবিয়ালেসের বিরুদ্ধে প্রভাব বিস্তার ও ঘুষের মামলার তদন্ত অব্যহত রেখেছে। তবে অতীতেও রুবিয়ালেস তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে গেছেন।

গত ২৬ আগস্ট লুইস রুবিয়ালেসকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ফিফা। ৯০ দিনের এই নিষেধাজ্ঞার সময়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল-সংক্রান্ত সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন তিনি।

পুরো মডেলে পরিবর্তন আনা 

আরএফইএফ বহু বছর ধরেই স্পেনের ফুটবলের সম্পদ-সমৃদ্ধির ওপর রাজত্ব করছে। কিন্তু নারী ফুটবলাররা পেশাদার ফুটবলে অংশগ্রহণের পর তাদের সমান অধিকার, সমান পারিশ্রমিক দাবি করার পরপরই স্প্যানিশ ফুটবলের কাঠামোগত সমস্যাগুলো উন্মোচিত হয়ে পড়ে, বলেন স্পেনের শীর্ষ নারীদের লিগ লা লিগা এফ-এর প্রেসিডেন্ট বিয়েত্রিজ আলভারেজ।

"শুধু লুইস রুবিয়ালেসের পদত্যাগেই এর সমাধান হবে না, এখানে পুরো সিস্টেমে পরিবর্তন আনতে হবে এবং পুরো মডেলকে পুনর্গঠন করতে হবে, সেইসঙ্গে ফুটবল ফেডারেশনের আদর্শগত পরিবর্তনও দরকার", বলেন আলভারেজ। 

তিনি আরও যোগ করেন, "আমার মনে হয় রুবিয়ালেসের ঘনিষ্ঠ অনেকেই আছেন যারা এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে আরও এগিয়ে নিচ্ছেন... এটা মোটেও গ্রহণযোগ্য নয়, এখান থেকেই বোঝা যায় যে শুধু প্রেসিডেন্ট নয়, গোটা সিস্টেমই পরিবর্তন হওয়া প্রয়োজন।"

প্রাক্তন ফুটবলার আলভারেজ জানান, তার নিজেরও রুবিয়ালেসের সঙ্গে কিছু ঝামেলা হয়েছিল। গত গ্রীষ্মে লা লিগায় চাকরি শুরুর পর নিজের শিশু সন্তানকে নিয়ে তিনি কাজ গোছাতে হিমশিম খাচ্ছিলেন। এসময় তিনি রুবিয়ালেসকে একটি ভিডিও কনফারেন্সের জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু রুবিয়ালেস এতে অস্বীকৃতি জানান। তিনি তাকে একজন ভালো মা হওয়ার দিকে গুরুত্ব দিতে বলেন এবং তার প্রতিনিধি হিসেবে এমন একজনকে পাঠাতে যে কিনা রুবিয়ালেসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন।  

জেনি হেরমোসোর সম্মতি না নিয়েই তাকে চুমু দেওয়াও ছিল একই ধরনের আচরণ, বলেন আলভারেজ।

তার ভাষ্যে, "আমি আসলে অবাক হইনি। লুইস রুবিয়ালেস কেমন মানুষ এটা তারই প্রমাণ। তাকে আমরা দুয়েকজন হয়তো চিনতাম এভাবে, কিন্তু এখন পুরো দুনিয়া জানে। আমার বিশ্বাস, নারীদের ফুটবলে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ঈশ্বরের তরফ থেকেই এমন একটি ঘটনা ঘটেছে। এই ন্যায়বিচারকেই রুবিয়ালেস সবসময় অগ্রাহ্য করে গেছেন, যে কারণে এখন তিনি ফেডারেশন থেকে পদচ্যুত হবেন।" 

Related Topics

টপ নিউজ

লুইস রুবিয়ালেস / স্পেন / ফুটবল / প্রেসিডেন্ট / অভিযোগ / চুমু-কাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রংপুরে অ্যানথ্রাক্স আতঙ্ক: ৩ উপজেলায় আক্রান্ত ১১ জন
  • ছবি: রয়টার্স
    ‘ব্রেইন ড্রেইন’ এর কবলে যুক্তরাষ্ট্র; ট্রাম্পের নীতির জেরে আজ চাকরি ছাড়ছেন প্রায় ১ লাখ সরকারি কর্মী
  • পুষ্টিকর ডাবের শাঁসের রয়েছে জনপ্রিয়তা। ছবি: টিবিএস
    ডাবের আশ্চর্য শহরযাত্রা!
  • অলঙ্করণ: সাইমন আব্রানোভিচ
    কেন শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার? কোন কোন সেবা বন্ধ থাকবে?
  • ইলিয়াস কাঞ্চন। ছবি: সংগৃহীত
    চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত 
  • ডেনড্রেলাফিস সায়ানোখ্লোরিস সাপের দেহে সবুজ, জলপাই ও নীল রঙের আভা রয়েছে। ছবি: রানা ও সহকর্মীরা (২০২৫)
    বাংলাদেশে বিরল দুই প্রজাতির গেছো সাপের সন্ধান পেলেন গবেষকরা

Related News

  • ডাকসু নির্বাচনে প্রার্থীদের অভিযোগের বিষয়ে যা জানালো ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ইসরায়েল অংশ নিলে এবার ইউরোভিশন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি স্পেনের
  • জাকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার ও নির্বাচনী ‘অনিয়মের’ নিন্দা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের 
  • জাকসু নির্বাচন: ভোটের আগের রাতে প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ সম্প্রীতির ঐক্য প্যানেলের
  • অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পরাজয়ের পর ফ্রান্সে সরকারের পতন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রংপুরে অ্যানথ্রাক্স আতঙ্ক: ৩ উপজেলায় আক্রান্ত ১১ জন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ব্রেইন ড্রেইন’ এর কবলে যুক্তরাষ্ট্র; ট্রাম্পের নীতির জেরে আজ চাকরি ছাড়ছেন প্রায় ১ লাখ সরকারি কর্মী

3
পুষ্টিকর ডাবের শাঁসের রয়েছে জনপ্রিয়তা। ছবি: টিবিএস
ইজেল

ডাবের আশ্চর্য শহরযাত্রা!

4
অলঙ্করণ: সাইমন আব্রানোভিচ
আন্তর্জাতিক

কেন শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার? কোন কোন সেবা বন্ধ থাকবে?

5
ইলিয়াস কাঞ্চন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত 

6
ডেনড্রেলাফিস সায়ানোখ্লোরিস সাপের দেহে সবুজ, জলপাই ও নীল রঙের আভা রয়েছে। ছবি: রানা ও সহকর্মীরা (২০২৫)
বাংলাদেশ

বাংলাদেশে বিরল দুই প্রজাতির গেছো সাপের সন্ধান পেলেন গবেষকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net