'এশিয়া কাপ আর বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছি না'

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের খুব বেশিদিন পার হয়নি, এর মধ্যেই নিজেকে বাংলাদেশ জাতীয় দলের সাদা বলের ক্রিকেটের অন্যতম সেরা অস্ত্র হিসেবে জায়গা করে নিয়েছেন তাওহিদ হৃদয়।
বিশেষ করে ওয়ানডেতে হৃদয় এখন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে পাকাপোক্তই হয়ে গেছেন। শারীরিক গড়ন দেখে বোঝা না গেলেও, হৃদয় অবলীলায় বল পার করতে পারেন বাউন্ডারির ওপর দিয়ে।
এই বড় শট খেলা তার সহজাত গুণ কিনা, সেটি তিনি নিজেও জানেন না, 'আমি নিজেও জানি না। ব্যাটার হিসেবে আমার ভূমিকাই হলো ব্যাট হাতে দলের জন্য অবদান রাখা। আমার অবদানে যদি দল জেতে তাহলে ভালো লাগে। শুধু আমার না, প্রত্যেক খেলোয়াড়েরই অনেক ভালো লাগে। ম্যাচ ফিনিশ করে আসলে আলাদা একটা ভালো লাগা কাজ করে।'
তবে দেখে যতোটা মনে হয়, রান করা ততোটা সহজ নয় এই ডানহাতি ব্যাটারের কাছে, 'রান করলে সহজ মনে হয়, রান না করলে কঠিন। এটাই স্বাভাবিক। ওয়ানডেতে ফিফটি করলেও ফলাফল তো পক্ষে আসেনি। আমার মনে হয় এই ফিফটির কোনো দাম নেই। সামনে এমন কোনো সুযোগ আসলে আরও ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব।'
সামনেই এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ দুই টুর্নামেন্ট। একজন ক্রিকেটারের জন্য বিশ্বকাপ খেলা সবসময়ই স্বপ্নের মতো। তবে হৃদয় এখনই এই দুই টুর্নামেন্ট নিয়ে ভাবছেন না বলে জানালেন, 'বিশ্বকাপ, এশিয়া কাপ নিয়ে আমি এখনও চিন্তা করিনি। আমার লম্বা চিন্তাভাবনা করতে ভালো লাগে না। আজকের দিন, বর্তমান নিয়ে থাকতেই ভালো লাগে। যদি এশিয়া কাপ ও বিশ্বকাপে সুযোগ হয়, আমি কেন, সব খেলোয়াড়ই চাইবে সেরাটা দিয়ে দলে অবদান রাখা।'