হার দিয়ে শেষ মেসি-রামোসের পিএসজি অধ্যায়

মাঠের বাইরের ঘটনা প্রবাহ আগে থেকে অস্বস্তিকর ছিলো, এবার মাঠের শেষটাও সুখকর হলো না লিওনেল মেসির জন্য। পিএসজির হয়ে শেষ ম্যাচে ঘরের মাঠে ৩-২ গোলের ব্যবধানে হার দেখতে হলো আর্জেন্টাইন মহাতারকাকে। শিরোপা উৎসবের সময় পিএসজি সমর্থকরা দুয়ো দিয়েছেন এলএম টেনকে।
শিরোপা আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচটি পিএসজির জন্য ছিলো আনুষ্ঠানিকতা রক্ষার। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বড় হয়ে উঠেছিল মেসি-রামোসের বিদায়।
বিদায়ী ম্যাচে গোল পেয়েছেন সের্হিও রামোস। তার দেওয়া গোলেই এগিয়ে যায় পিএসজি। এরপর কিলিয়ান এমবাপ্পে ব্যবধান দ্বিগুণ করেন। বড় জয়ের রাস্তা থেকে পিছলে পড়ে পিএসজি। পরপর তিন গোল হজম করে ম্যাচ হারে ৩-২ গোলের ব্যবধানে।
এই ম্যাচের মধ্য দিয়ে পিএসজি থেকে বিদায় নিলেন মেসি, রামোস এবং কোচ ক্রিস্তোফ গালতিয়ের। অর্জনের খাতায় নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। টানা পাঁচ বছর ফ্রেঞ্চ লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন ২৪ বছর বয়সী এই তারকা।
ম্যাচ শেষে পিএসজির হাতে লিগ শিরোপা তুলে দেওয়া হয়। লিওনেল মেসিকে সেখানেই দুয়ো দেন পিএসজি সমর্থকরা। অবশ্য মেসির তাতে বয়েই যাওয়ার কথা।