এবার মেসিকে বছরে ছয় হাজার কোটি টাকার প্রস্তাব!

মেসির বার্সায় ফিরে আসার গুঞ্জন দিনদিন আরো জোরেশোরে শোনা যাচ্ছে। এর মধ্যেই বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছিল, মেসিকে সৌদি আরবের একটি ক্লাব নাকি বছরে চার হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। আর মেসির চুক্তিও সম্পন্ন হয়ে গিয়েছে নাম না জানা সেই ক্লাবের সঙ্গে।
এএফপির সেই খবর সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। কিন্তু এবার আরেক বোমা ফাটালেন জাউমে রুরেস নামের এক স্প্যানিশ ব্যবসায়ী।
লা লিগা সম্প্রচারকারী প্রতিষ্ঠান মিডিয়াপ্রোর প্রধান জাউমে রুরেস দাবি করেছেন, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে পেতে নতুন প্রস্তাব দিয়েছে সৌদি আরব। নতুন সেই প্রস্তাবে অর্থের পরিমাণ বেড়েছে।
রুরেসের দাবি, মেসিকে এক বছরের জন্য ৫০০ মিলিয়ন ইউরো দেবে সৌদি আরব। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ছয় হাজার কোটি টাকা।
এর আগে জানা গিয়েছিল, মেসিকে দুই বছরের জন্য পেতে সৌদি আরব ৪০০ মিলিয়ন ইউরো দেবে। বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছিল, আগামী মৌসুমে সৌদি আরবের ফুটবলে খেলার চুক্তি সেরে ফেলেছেন মেসি। এ খবর অবশ্য উড়িয়ে দিয়ে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি বলেছিলেন, তার ছেলের সঙ্গে কোনো ক্লাবের চুক্তি হয়নি।
সৌদি আরব যেখানে মেসিকে এক বছরের জন্য ৫০০ মিলিয়ন ইউরো দিতে চায়, বার্সেলোনা মেসিকে দিতে পারবে সর্বোচ্চ ১৪ মিলিয়ন ইউরো। এখন দেখা বিষয়, শেষ পর্যন্ত মেসি কোনটি বেছে নেন। সাবেক ক্লাবের ভালোবাসার ডাক, নাকি সৌদি আরবের অর্থের ঝনঝনানি!