'ক্লাবের সঙ্গে এমবাপ্পের সমস্যার সমাধান হয়ে গিয়েছে'
পিএসজির বোর্ডের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক যে কখন কোনদিকে মোড় নেয় তা বলা মুশকিল। এই ভালো, এই খারাপ- ক্লাব ও এমবাপ্পের সম্পর্কটা অনেকটা এমনই। রিয়াল মাদ্রিদে না যেতে দেওয়া নিয়ে কম জল ঘোলা করেননি ফরাসি তারকা। সম্প্রতি বিতর্কের জন্ম দিয়েছেন পিএসজির করা এক বিজ্ঞাপনে তার ব্যবহার করা সংলাপ নিয়ে প্রশ্ন তুলে।
পিএসজি তাদের পুরো মৌসুমের টিকিটধারীদের ২০২৩–২৪ মৌসুমের টিকিট নবায়নের আহ্বান জানিয়ে একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ ভিডিও নিয়ে পিএসজিকে ধুয়ে দিয়েছেন এই ফরাসি তারকা।
প্রচারণামূলক সেই ভিডিওতে দেখা যায়নি দুই শীর্ষ তারকা লিওনেল মেসি ও নেইমারকে, যা নিয়ে সমর্থকদের মধ্যে চলছে নানা গুঞ্জন। গত কদিন ধরে মেসির ক্লাব ছাড়ার কথাও শোনা যাচ্ছে। আলোচনায় আছে নেইমারের দলবদলও।
এমবাপ্পের অনুমতি না নিয়েই ভিডিওতে তার কথা যুক্ত করা হয়েছে বলে দাবি ফরাসি তারকার। এই ঘটনার পর পিএসজিকে ঘিরে নতুন করে আবার শুরু হয় আলোচনা। অনেকেই বলতে শুরু করেন, এবার এমবাপ্পের সঙ্গে তিক্ততা শুরু হবে পিএসজির।
তবে গত পরশু নিসের বিপক্ষে ২–০ গোলে জেতার পর পিএসজির অধিনায়ক মার্কিনিওস জানিয়েছেন, এমবাপ্পের সঙ্গে ক্লাবের সমস্যা আর নেই। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বক্তব্য, 'সকালের নাশতার টেবিলে আমি এমবাপ্পেকে এই বিষয়ে জিগেস করেছিলাম। কী ঘটেছে আমি তা বুঝতে চেয়েছি।
মার্কিনিওস যোগ করেন, 'এমবাপ্পে তার দিকটি ব্যাখ্যা করেছে। আমার মনে হয়, সে যেটাকে ভুল মনে করেছে তা নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনা করেছে। আমার ধারণা, ঝামেলা মিটে গেছে।'
