ব্যালন ডি'অর জেতা নিয়ে খুব বেশি ভাবেন না এমবাপ্পে

মেসি-রোনালদো যুগের পর রাজত্ব কে করবেন তা নিয়ে প্রশ্ন ছিলো অনেকের মনে। সেটির উত্তর বেশ কয়েকবছর ধরেই একটি, কিলিয়ান এমবাপ্পে। মাত্র ২৪ বছর বয়সেই যা অর্জন করেছেন তাতেই ইতিহাস লেখা সম্ভব। কিন্তু পথ বাকি আছে আরো বহুদূর।
এমবাপ্পে নিজেও জানেন সেটি। বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হলেও এখন পর্যন্ত ব্যালন ডি'অর জেতা হয়নি তার। বিশ্বকাপ জিতে বসে আছেন মাত্র ১৯ বছর বয়সেই। কিন্তু ব্যক্তিগত অর্জনের পাল্লাটা আরো ভারী করা বাকি এই ফরাসি তারকার।
কেবলই পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, এডিনসন কাভানির ২০০ গোলের রেকর্ড ভেঙ্গে এখন এমবাপ্পের গোল ২৪৭ ম্যাচে ২০১ টি। বিশ্বকাপ জিতেছেন, বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা মাত্র দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও জেতা সারা। দুই বিশ্বকাপ খেলেই ১২ গোল করে ছুঁয়েছেন পেলেকে।
এত এত অর্জনের মাঝেও কী যেন একটা নেই এমবাপ্পের। এখনো যে জেতা হয়নি স্বপ্নের ব্যালন ডি'অর। তবে সেটিও যে জিতবেন তা নিয়ে সংশয় নেই, এমবাপ্পে নিজেও জানেন এটি। অপেক্ষা কেবল সময়ের, এমবাপ্পে নিজেও বলেছেন সে কথাই, 'অবশ্যই ব্যালন ডি'অর জেতা আমার লক্ষ্য। আমি এটি পেতে চাই। কিন্তু এই মুহূর্তে আমার সব মনোযোগ পিএসজির দিকে। ব্যালন ডি'অর জেতার চিন্তা আমার মাথায় আছে, তবে সেটি নিয়ে খুব বেশি ভাবি না।'
নিজেকে সেরাদের একজনই মনে করেন এমবাপ্পে, তাই ব্যালন ডি'অর যে তার হাতে ধরা দিবেই, সেটি নিয়েও সন্দেহ নেই তার, 'আমার মতো খেলোয়াড়দের জন্য এটি স্বাভাবিক বিষয়। খুব বেশি চিন্তা করার কিছু নেই, এভাবে চলতে থাকলে আমার মনে হয় আমি এটি খুব দ্রুতই পাবো।'
তবে সামনের ব্যালন ডি'অরেও দ্বিতীয় কিংবা তৃতীয় সেরা হয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে কিলিয়ান এমবাপ্পেকে। সদ্যই ফিফা দ্য বেস্টের পুরস্কার জেতা লিওনেল মেসি যে অনেকটাই এগিয়ে আছেন ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি'অর জেতার দৌড়েও।