বিশ্বকাপ ফাইনালের হতাশা ভুলে পিএসজির দিকে মনোযোগ এমবাপ্পের

মাত্র এগারো দিন আগেই বিশ্বকাপের ফাইনালে হেরেছেন, পরপর দুই বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার সুযোগও হাতছাড়া হয়েছে কিলিয়ান এমবাপ্পে এবং ফ্রান্সের। কিন্তু সেই হতাশা ঝেড়ে নিজের ক্লাব পিএসজির হয়ে খেলার দিকেই এখন সব মনোযোগ কিলিয়ান এমবাপ্পের।
বিশ্বকাপের আগেই পিএসজির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন ২০২৫ সাল পর্যন্ত। ক্লাব এবং আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতোমধ্যে প্রায় সবকিছু জিতলেও, চ্যাম্পিয়ন্স লিগটা এখনো অধরা এমবাপ্পের। বিশ্বকাপ ফাইনাল হারের যন্ত্রণা একপাশে রেখে পিএসজিকে সাহায্য করতে প্রস্তুত এমবাপ্পে।
বিশ্বকাপের বিরতির পর ফরাসি লিগের প্রথম ম্যাচে এমবাপ্পের শেষ মুহূর্তের পেনাল্টি গোলে স্ট্রাসবুর্গকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারসহ তিনটি পেনাল্টি গোল করা এমবাপ্পে যেন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকে শুরু করলেন আবার।
ম্যাচ জয়ের পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এমবাপ্পে জানান, বিশ্বকাপের ফাইনাল হারের হতাশা ভুলতে না পারলেও, সেটি তার ক্লাব ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না।
পিএসজির প্রতি নিজের সম্পূর্ণ মনোযোগ আছে বলে জানিয়ে এমবাপ্পে বলেন, 'আমি কখনোই বিশ্বকাপ ফাইনাল হারাটা হজম করতে পারব না। কিন্তু আমার জাতীয় দলের কোনো ফলাফলের জন্য আমার ক্লাব দায়ী নয়। আমি সবসময় ইতিবাচক থাকতে পছন্দ করি।'
পিএসজিকে জয় এনে দিয়ে নিজের সতীর্থদের চাঙ্গা করার চেষ্টা করেছেন বলে জানান এমবাপ্পে, 'আমার সতীর্থদকে উৎফুল্ল রাখাই আমার লক্ষ্য। জাতীয় দলের হয়ে কী হয়েছে, সেটি এখানে মুখ্য বিষয় নয়।'
পিএসজিকে সাফল্য এনে দেওয়ার দিকেই এখন সব নজর এমবাপ্পের। নতুন বছর শুরুর আগে সেই লক্ষ্যের কথাই জানান তিনি, 'পিএসজিকে শিরোপা জেতানোই এখন আমার একমাত্র লক্ষ্য। বিশ্বকাপ এখন অতীত। পিএসজি একেবারেই ভিন্ন জায়গা, ভিন্ন বিষয়।'