'মেসির নেতৃত্বগুণেই ফাইনাল জিতেছি আমরা'

লিওনেল মেসির নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন উঠেছে বরাবরই। তবে গত কয়েক বছরে সেই প্রশ্নের উত্তর খুব ভালোভাবেই দিয়েছেন মেসি। তার অধিনায়কত্বেই আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং বিশ্বকাপ। এবার মেসির নেতৃত্বগুণের আরেকটি উদাহরণ দিয়েছেন রদ্রিগো দি পল।
বিশ্বকাপের ফাইনালে ২-০ গোলে এগিয়ে থেকেও দুই মিনিটের মধ্যে দুই গোল হজম করে আর্জেন্টিনা। কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষেও একই ঘটনা ঘটেছিল। দুইটি ম্যাচই আর্জেন্টিনা টাইব্রেকারে জিতে। এই জয়ের পেছনে মেসির ভূমিকা নিয়ে কথা বলেছেন রদ্রিগো দি পল।
ফাইনালে ২-০ গোলে এগিয়ে থাকার পর ফ্রান্স পরপর দুই গোল করে ম্যাচে ফিরে আসার পর, স্তব্ধ হয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন দি পল। নির্ধারিত সময় শেষ হওয়ার পর মেসি নিজের নেতৃত্বগুণ দেখান। তিনিই উদ্বুদ্ধ করেন পুরো দলকে।
ফাইনালের অভিজ্ঞতা নিয়ে দি পল বলেন, 'ফ্রান্স দ্বিতীয় গোল করার পর আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল শরীর আর নড়ছে না। ৯০ মিনিট শেষে মেসি আমাদেরকে উজ্জীবিত করে তোলে।'
নির্ধারিত সময়ের খেলা শেষে আর্জেন্টাইন খেলোয়াড়দের চাঙ্গা হয়ে উঠতে সাহায্য করেন মেসি। দি পল জানিয়েছেন, মেসি নিজের অভিজ্ঞতাকেই কাজে লাগিয়েছেন সেখানে, '৯০ মিনিট শেষে মেসি আমাদেরকে বলে শান্ত থাকতে। ফ্রান্স যে সহজে ছেড়ে দিবে না এবং আমরা যে গোল হজম করতে পারি, এটা প্রত্যাশিত ছিলো বলে সে আমাদেরকে বুঝিয়েছে। আমাদেরকে লড়াই চালিয়ে যেতে আহ্বান জানায় মেসি। সে নিজে খুবই শান্ত ছিলো।'
শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে খেলা ৩-৩ গোলের সমতা থাকার পর টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। নেতা মেসির সাফল্য আরেকবার প্রমাণিত হয় তাতে।