সহপাঠীকে জীবনসঙ্গী বানালেন শামীম পাটোয়ারী

অনূর্ধ্ব-১৯ দলে আলো ছড়িয়ে নজর কাড়েন শামীম হোসেন পাটোয়ারী। বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য তিনি। জাতীয় দলে জায়গা করে নিতেও সময় লাগেনি এই অলরাউন্ডারের। যদিও জাতীয় দলে পথচলাটা মসৃণ হয়নি। শুরুটা আশা জাগানিয়া হলেও সেই ধারায় থাকা হয়নি শামীমের। অনেকদিন ধরেই আলোচনার বাইরে তিনি। এমন সময়ে জীবনের নতুন ইনিংস শুরু করলেন শামীম।
কিছুদিন আগেই ২২ বছর পূর্ণ করা তরুণ এই ক্রিকেটার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সহপাঠীকে জীবনসঙ্গী বানিয়েছেন শামীম। নতুন এই অধ্যায়ের খবরটি তিনি নিজেই জানিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন শামীম।
সহপাঠীকে বিয়ের করার ব্যাপারটিও শামীম নিজেই জানান। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি লিখেছেন, 'ক্লাসমেট থেকে গেমমেট, এবং অবশেষে আত্মার সাথী। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় রাখুন আমাদের।'
ছবিটি পোস্ট করার পর থেকে ভক্ত-অনুরাগীরা নতুন জুটিকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন। শামীমের বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের ফেসবুকে পেজে শুভকামনা জানায়। তারা লিখেছে, 'বিবাহিত জীবনের শুভেচ্ছা, চ্যালেঞ্জার্স শামিম হোসেন পাটোয়ারী। নতুন আশা, নতুন চ্যালেঞ্জ। দুজনকেই অভিনন্দন।'
গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া শামীম জাতীয় দলের হয়ে সংক্ষিপ্ততম এই ফরম্যাটে ১০টি ম্যাচ খেলেছেন। শুরুর দুই ম্যাচে আশা মেটালেও পরের দিকে নিজেকে হারিয়ে ফেলেন। ১০ ম্যাচে ৯ ইনিংসে ব্যাটিং করে ১৫.৫০ গড় ও ১১১.৭১ গড়ে ১২৪ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যন, সর্বোচ্চ রানের ইনিংস ৩১*। জাতীয় দলের হয়ে সর্বশেষ গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেন শামীম।