‘ভুল কম দেখে ভালোর দিকে তাকান’; বলছেন সাকিব

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো দল নয়; এই আলোচনাটা গত কিছুদিন ছিল না। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। সর্বশেষ ১৩ ম্যাচের ম্যাচের মধ্যে ৯টিতেই জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও সর্বশেষ নিউজিল্যান্ড; তিন দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ এই ফল বাংলাদেশকে আত্মবিশ্বাসের চূড়ায় রাখবে, সেটাই স্বাভাবিক। কিন্তু উইকেটের প্রশ্নে আত্মবিশ্বাসের ব্যাপারটি চাপা পড়ার উপক্রম। মিরপুরের মন্থর গতির ও টার্নিং উইকেটে খেলে জয় পাওয়ার ব্যাপারটি ভালো প্রস্তুতি বদলে বাংলাদেশকে মিথ্যা 'আত্মবিশ্বাস' দেবে বলে মনে করেন অনেকে। বিশ্বকাপে যা বিপদ ডেকে আনতে পারে বলে মত অনেক সাবেক ক্রিকেটারেরই।
যদিও সাকিব আল হাসান সেভাবে ভাবছেন না। টি-টোয়েন্টির বিশ্বসেরা এই অলরাউন্ডার মনে করেন, কারও দৃষ্টিভঙ্গির ওপর তার চিন্তা-ভাবনা নির্ভর করে। বাংলাদেশের সর্বশেষ সিরিজগুলোয় ভালোর দিকে তাকালে অনেক ভালো কিছু খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন সাকিব।
রোববার রাজধানীর লেকশোর হোটেলে ডিবিএল সিরামিকের একটি অনুষ্ঠানে বাংলাদেশ দল নিয়ে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন সাকিব। মিথ্যা আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাচ্ছে কিনা, এমন প্রশ্নের উত্তরে বাঁহাতি এই অলরাউন্ডার জানান, ভুল ধরতে চাইলে সেটা সম্ভব। তবে ইতিবাচকভাবে দেখলে, ভালো দিকও পাওয়া যায়।
সাকিব বলেন, 'দেখুন আপনি যদি ভুল ধরতে চান, যেকোনো জিনিসেরই ভুল ধরা সম্ভব। তো ভুলটা একটু কম দেখে ভালোর দিকে যদি তাকান, তাহলে অনেক ভালো কিছু দেখতে পাবেন। আপনার দেখার দৃষ্টিটা আসলে কেমন, সেটা বুঝতে হবে।'
সর্বশেষ তিন সিরিজে বাংলাদেশ দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার খেলেছেন। দুই বিশ্বজয়ী যুব দলের সদস্য শামীম হোসেন পাটোয়ারী ও শরিফুল ইসলাম ছাড়াও ছিলেন আফিফ হোসেন, নাসুম আহমেদরা। এদের পারফরম্যান্স মূল্যায়ন করতে বলা সাকিব বলেন, 'আমার কাছে মনে হয় সব ক্রিকেটার কম বেশি পারফরম্যান্স করছে এবং একটা টিম হিসেবে খেলতে পেরেছি। এটাই জেতার বড় কারণ।'