‘এমন হবে কে জানতো’; মেসির উদ্দেশ্যে রামোস

লিওনেল মেসি ও সের্হিও রামোস; এই দুই ফুটবলারের মধ্যে কেমন সম্পর্ক? যারা ফুটবলের খোঁজ রাখেন, তারা বলবেন, 'সাপে-নেউলে'। ব্যাপারটা তেমনই, কেউ কারও ছায়াও মারাতে চান না। কারণটাও খুব স্বাভাবিক, লিওনেল মেসি বার্সেলোর হয়ে খেলেছেন আর রামোস রিয়াল মাদ্রিদে। দুই চিরপতিদ্বন্দ্বী ক্লাবের হয়ে খেলতে খেলতে নিজেদের মধ্যে স্বাভাবিক সম্পর্কও যেন বিগড়ে গিয়েছিল।
শেষ মৌসুমেও দুই দলের কাণ্ডারি ছিলেন মেসি ও রামোস। দুজনই দুই দলের নেতৃত্বে ছিলেন। সেই মেসি আর রামোসই এখন সতীর্থ। এই দুই তারকা ফুটবলারেরই নতুন ঠিকানা প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মেসি-রামোস এক ক্লাবে খেলবেন, এটা কেউ কখনও কল্পনাতেও ভাবেননি। রামোসও যে এমন ভাবেননি, সেটা তার ফেসবুক পোস্টই বলে দিচ্ছে।
জুলাইয়ের শুরুর দিকে পিএসজিতে নাম লেখান রামোস। এর মাস খানেক পর মেসির ঠিকানাও এখন পিএসজি। পেছনে কী হয়েছে, মেসির আক্রমণ রুখতে ডিফেন্ডার রামোস কতোটা ভয়ঙ্কর হয়ে উঠেছেন, কতোবার তাদের মধ্যে উত্তপ্ত কথা বিনিময় হয়েছে; সেসব এবার ভুলে যাওয়ার পালা।
সময় এবার কাঁধে কাঁধ মিলিয়ে পিএসজিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। এরপরও রামোসের যেন ব্যাপারটি বিশ্বাস হচ্ছে না। মেসিকে সতীর্থ হিসেবে পেয়ে অবাক রামোস ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটিতে তার ও মেসির জার্সি পাশাপাশি সাজানো। ছবিটি দিয়ে মেসিকে ট্যাগ করে রামোস লিখেছেন, 'এমন হবে কে জানতো; তাই না লিও? স্বাগতম, স্বাগতম, স্বাগতম।'
পেছনের কথা যে রামোস ইতোমধ্যে ভুলে গেছেন, সেটা তার আরেকটি কাজে বোঝা গেছে। মেসি আপাতত তার পরিবার নিয়ে প্যারিসের লে রয়্যাল মনচিআও হোটেলে আছেন। কিন্তু মেসিকে রামোস প্রস্তাব দিয়েছেন তার বাড়িতে থাকার। বাড়ি ঠিক করার আগ পর্যন্ত মেসিকে নিজের বাড়িতে আতিথেয়তা দিতে চান তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের সাংবাদিক হুয়ান ইরিগোয়েন এমনই খবর দিয়েছেন।
যদিও মেসিকে নিজের বাড়িতে থাকার প্রস্তাব এবারই প্রথম দিলেন না রামোস। এর আগে বার্সার সঙ্গে মেসির চুক্তি নিয়ে জটিলতা তৈরি হওয়ার পর রামোস জানিয়েছিলেন, রিয়ালে যোগ দিলে মেসিকে প্রথম কয়েক সপ্তাহ নিজের বাড়িতে থাকতে দেবেন। কিন্তু সেই বলাটা ছিল ঠাট্টার, আর এবার সতীর্থকে ভালোবেসে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন অভিজ্ঞ এই স্প্যানিয়ার্ড।