সাকিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে বিসিবি

ক্রিকেট বোর্ডকে না জানিয়ে গ্রামীণফোনের পণ্যদূত হওয়ার বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
দেশের ক্রিকেটের ‘পুনর্গঠনে’ খেলোয়াড়দের আন্দোলনের মুখে ১১ দফা দাবি মেনে নিতে বিসিবির বাধ্য হওয়ার ঘটনার রেশ না কাটতেই নতুন বিতর্কের সূচনা হল আন্দোলনকারীদের নেতৃত্ব দেওয়া সাকিবের সাথে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বার্তা সংস্থা এপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন, বিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক অনাপত্তিপত্র না নিয়ে গ্রামীণফোনের পণ্যদূত হওয়ায়, বোর্ডের সাথে ‘চুক্তির শর্ত ভঙ্গ’ করেছেন সাকিব।
শনিবার প্রকাশিত জাতীয় একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের এমন চুক্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ওই সাক্ষাৎকারে তিনি বলেন, “হ্যাঁ। এই চুক্তি কোনোভাবেই করতে পারে না। কেন পারে না, চুক্তিতে সব লেখা আছে। লিখিতভাবে ওদের বলে দেওয়া আছে। রবি আমাদের টাইটেল স্পন্সর হলো। গ্রামীণ বিডই করল না। না করে এক-দুই কোটি দিয়ে খেলোয়াড়দের নিয়ে ফেলল। এতে শেষ পর্যন্ত কী হলো? তিন বছরে বোর্ডের ৯০ কোটি টাকা লস হলো। খেলোয়াড় লাভবান হলো। কিন্তু বোর্ডের তো বারোটা বেজে গেল। এটি তো হতে পারে না। তাই লিখিতভাবে ওদের জানিয়ে রাখা আছে।”
বিসিবি সভাপতি বললেন, বোর্ডের ‘নিয়ম কানুন না মানায়’, এ ঘটনায় ‘কঠোর পদক্ষেপ’ গ্রহণ করবে ক্রিকেট বোর্ড।
তিনি বলেন, “আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি। কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা ক্ষতিপূরণ দাবি করব এখন। সেটি কোম্পানির কাছেও দাবি করব, দাবি করব খেলোয়াড়ের কাছেও। আমরা কি ছেড়ে দেব নাকি? কালকে (গত পরশু) শুনলাম প্রথম। আমি বলে দিয়েছি, গ্রামীণফোনকে লিগ্যাল নোটিশ পাঠাও। বড় অঙ্কের ক্ষতিপূরণ চাও। বলেছি, চিঠি পাঠাও সাকিবকেও। আমাদের ব্যাখ্যা চাই।”