রোনালদোর পেনাল্টি মিসের পর ফাইনালে জুভেন্টাস
তার গোলেই এসি মিলানের মাঠে ১-১ ব্যবধানে ড্র করে এসেছিল জুভেন্টাস। করোনাভাইরাসের আগে অনুষ্ঠিত প্রথম লেগে সেই গোলটা করেছিলেন পেনাল্টি থেকে। কোপা ইতালিয়ার দ্বিতীয় লেগে সেই ক্রিশ্চিয়ানো রোনালদোই পেনাল্টি মিস করলেন। অবশ্য রোনালদো পেনাল্টি মিস করলেও অ্যাওয়ে গোলের সুবাদে কোপা ইতালিয়ার ফাইনালে উঠেছে জুভেন্টাস।
পেনাল্টি মিস করলেও জুভেন্টাসের কোপা ইতালিয়ার ফাইনালে ওঠার পথটা রোনালদোরই তৈরি করা। শুক্রবার জুভেন্টাসের ঘরের মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় লেগটি গোলশূন্য ড্র হয়েছে। গত ফেব্রুয়ারিতে এসি মিলানের ঘরের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে পেনাল্টি থেকে রোনালদোর করা অ্যাওয়ে গোলে ফাইনালের টিকেট পেয়েছে জুভেন্টাস।
দল ফাইনালে উঠলেও নিজের শুরুটা নিয়ে একটু আফসোস হতেই পারে রোনালদোর। করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর ইতালিতে ফুটবল ফিরেছে। ফেরার পর্বেই কিনা রোনালদোর এমন অভিজ্ঞতা হলো!
গত মার্চ থেকে ইতালিতে সব ধরনের ফুটবল বন্ধ ছিল। কোপা ইতালিয়ার সেমিফাইনাল দিয়ে শুক্রবার ফুটবল ফেরে দেশটিতে। ফেরার ম্যাচে সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে। খেলা অনুষ্ঠিত হয়েছে দর্শকশূন্য মাঠে।
মাঠে ঢোকার সময় সময় টানেলে এক সঙ্গে আসেনি দুই দল। আলাদাভাবে মাঠে প্রবেশ করেন জুভেন্টাস ও এসি মিলানের ফুটবলাররা। এরপর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের উদ্দেশ্যে পালন করা হয় নিরবতা। হাত তালি দিয়ে অভিনন্দন জানানো হয় জীবন বাজি রেখে সেবা দিয়ে যাওয়া স্বাস্থ্যকর্মীদের।
ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো কোপা ইতালিয়ার ১৩বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। কিন্তু ১৬ মিনিটে নেওয়া পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে পারেননি রোনালদো। তার নেওয়া শট এসি মিলানের গোলরক্ষকের শরীরের নিচ দিয়ে বের হয়ে গেলেও গোলপোস্টে লেগে ফিরে আসে। এরপর অনেক আক্রমণ পাল্টা আক্রমণ হলেও কোনো দল গোলের দেখা পায়নি।
