ব্রাজিলের জয়রথ থামিয়ে কোপায় টিকে রইলো ইকুয়েডর

ব্রাজিলের জয়রথ ছুটছিল। মাঠে নামলেই দেখা মিলছিল জয়ের। অবশেষে তাদের জয়রথে লাগাম টানলো ইকুয়েডর। লাতিন অঞ্চলের এই দলটির বিপক্ষেও এগিয়ে গিয়েছিল সেলেসাওরা। কিন্তু শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি কোপা আমেরিকার স্বাগতিকরা। ব্রাজিলের জালে বল পাঠিয়ে এক পয়েন্ট আদায় করে নিয়েছে ইকুয়েডর।
বাংলাদেশ সময় সোমবার ভোরে 'বি' গ্রুপের ম্যাচ গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ব্রাজিলের পক্ষে গোল করেন এদের মিলিতাও। দ্বিতীয়ার্ধে আনহেল মেনার গোলে সমতায় ফেরে ইকুয়েডর। এই জয়ে কোপা আমেরিকায় টিকো রইলো দলটি।
এই ম্যাচে ব্রাজিলের হারানোর কিছুই ছিল না। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষ দলও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে ইকুয়েডরের জন্য ছিল অগ্নিপরীক্ষা। হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেত তারা। এমন ম্যাচে ব্রাজিলকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালে টিকেট কাটলো তারা।
চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে দুই জয়, এক ড্র ও হারে ৭ পয়েন্ট পাওয়া পেরু দুই নম্বরে। চার ম্যাচে একটিতে জেতা কলম্বিয়া ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। চার ম্যাচে একটিতেও জেতেনি ইকুয়েডর। তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে শেষ আটে উঠলো তারা। ২ পয়েন্ট পাওয়া ভেনেজুয়েলা বিদায় নিলো আসর থেকে।
ম্যাচে বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে ছিল ব্রাজিল। ৬২ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে তারা। তবে আক্রমণ সাজানোয় সমানে সমান লড়াই হয়েছে। গোলমুখে ব্রাজিলের নেওয়া ৬টি শটের ৩টি ছিল লক্ষ্যে। ব্রাজিলের দুটি বেশ শট নেওয়া ইকুয়েডরের ৩টি শট লক্ষ্যে ছিল। কর্নার আদায় করে নেওয়াতেই ইকুয়েডর এগিয়ে। তারা পেয়েছে ৭টি কর্নার, ব্রাজিল ৪টি।
৩৭তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। এভেরতনের ফ্রি কিকে দারুণ হেড নিয়ে বল জালে জড়ান মিলিতাও। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলকে চেপে ধরে একুয়েডর। গোল আদায় করে নিতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। ৫২তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেড নেন ভালেন্সিয়া। ছোট ডি-বক্সে বল পেয়ে দারুণ শটে গোল করেন আনহেল মেনা।