খেলা চালিয়ে যাবেন মেসি, বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন জাদুকরের ঘোষণা
বিশ্বকাপ শুরুর আগেই জানিয়েছিলেন এটিই তার শেষ। আর তাকে দেখা যাবে না বিশ্বমঞ্চে নিজের জাদু দেখাতে। কাতার বিশ্বকাপের ফাইনালের আগেই বলেছিলেন, বিশ্বকাপে এটিই তার শেষ ম্যাচ।
নিজের শেষ বিশ্বকাপ ম্যাচে এরচেয়ে বড় উপলক্ষ্য আর কোথায় পেতেন মেসি! সেই ম্যাচেই নিজের ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতাটাও ঘোচালেন আর্জেন্টিনা অধিনায়ক।
বিশ্বকাপে না হয় আর খেলবেন না, কিন্তু আর্জেন্টিনার হয়েও কী এটিই তার শেষ ম্যাচ ছিল? এমন প্রশ্নের জবাবে ম্যাচ শেষে মেসি জানিয়েছেন, ভয়ের কিছু নেই। আর্জেন্টিনার আকাশি-নীল জার্সি গায়ে তাকে আরো কিছুদিন দেখা যাবে।
আর্জেন্টিনার হয়ে খেলা প্রসঙ্গে মেসি বলেন, 'এটিই বিশ্বকাপে আমার শেষ ম্যাচ হলেও আর্জেন্টিনার পক্ষে খেলব। আমি আরও কিছুদিন আর্জেন্টিনার হয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদটা উপভোগ করতে চাই।'
নিজের ক্যারিয়ারের সবচেয়ে আরাধ্য শিরোপার ছোঁয়া পেয়ে যেন আর কিছুই চাওয়ার নেই মেসির, 'এই ট্রফিটাই আমার চাওয়া-পাওয়া ছিল। আমি এখন বিশ্বকাপ জিতেছি। এরপরে আর কী চাওয়ার থাকতে পারে!'
মেসির মতোই কোটি আর্জেন্টিনা সমর্থকেরও যে চাওয়ার আর কিছুই নেই, তাদের নায়ক অবশেষে পেরেছেন সবার স্বপ্ন পূরণ করতে।
