সেমি-ফাইনালের আগে অনুশীলনে হাস্যোজ্জ্বল মেসি
ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমি-ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে বেশ নির্ভার মনে হচ্ছে লিওনেল মেসিকে । আর এক ধাপ পেরোলেই স্বপ্নের বিশ্বকাপ শিরোপা তুলে ধরার জন্য খেলতে নামার সুযোগ পাবেন আরেকবার, এত চাপের মুখেও অনুশীলনের ছবি দেখে মেসির মধ্যে তার লেশমাত্র বোঝা গেল না। এমন চাপের মুখেও মেসি নির্ভার, হাস্যোজ্জ্বল। যেন স্রেফ আরেকটি ম্যাচ খেলতে নামার অপেক্ষায় তিনি। নিজে দুর্দান্ত ফর্মে আছেন বলেই কিনা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ ব্যবধানে হারের বদলা নিতে আজ মুখিয়ে থাকবেন মেসি ও আর্জেন্টিনা। আর এক ধাপ পেরোলেই ফাইনাল, এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের প্রাণ ভোমরাকে হাস্যোজ্জ্বল দেখে নিশ্চয়ই স্বস্তিতে থাকবেন আর্জেন্টিনা সমর্থকেরা।
নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে স্বপ্নের সোনালি ট্রফি উঁচিয়ে ধরে বিদায় নিতে চাইবেন মেসি। সেই লক্ষ্যে আর দুই ধাপ এগোনো বাকি তার। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে হাত ছোঁয়া দূরত্ব থেকে ফিরে আসতে হয়েছিল তাকে।
ফুটবল ক্যারিয়ারে সব কিছু পেলেও একটা বিশ্বকাপ ট্রফির জন্য সব অর্জন বিলিয়ে দিতেও প্রস্তুত মেসি। সেই স্বপ্নের পেছনে ছোটা মেসি যে একদমই চাপ নিচ্ছেন না, সেটি তার উজ্জীবিত শারীরিক ভাষা দেখেই বোঝা গেল।
এরকম চাপের ম্যাচে এই নির্ভার মেসিকেই তো চায় আর্জেন্টিনা। এই মেসি কতোটা ভয়ংকর সেটি তার প্রতিপক্ষেরও অজানা নয়।
